• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তুমি পিঠে খাবে কইছিলে না?’ কুরুচিকর ট্রোলিংয়ের জবাবে মুখ খুললেন ‘রানীমা’ দিতিপ্রিয়া

Published on:

Ditipriya Roy's reaction after she brutally trolled on social media

Ditipriya Roy’s reacted to Social Media Trolls: সোশ্যাল মিডিয়ার যুগে নেটিজেনদের কাছে লাগাতার ট্রোলড হওয়ার বিষয়টি নতুন নয় একেবারেই। তাই নিত্যসঙ্গী ট্রোলিং এখন তারকাদের জীবনে জলভাতে পরিণত হয়েছে। বাংলা বিনোদন জগতে অত্যন্ত জনপ্রিয় এমনই একজন অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে আজও তিনি রানীমা নামেই পরিচিত। টেলিভিশনের পর্দায় করুণাময়ী রানী রাসমণি শেষ হয়েছে বহুদিন।

যদিও তার আগেই রানীমা চরিত্রটির মৃত্যু দেখানো হয়েছিল। সেই থেকেই রানীমার খোলস ছেড়ে বেরিয়ে এসে নিজেকে প্রতিনিয়ত একটু একটু করে ভাঙছেন দিতিপ্রিয়া। তবে এই সিরিয়াল চলাকালীন সময় থেকেই নানা কারণে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েছেন দিতিপ্রিয়া। যদিও বরাবরই সেসব নিয়ে মাথা ঘামান না তিনি।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,সিনেমা,Cinema,ওয়েব সিরিজ,Web Series,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,রানীমা,Ranima,ছবি,Photo,ভাইরাল,Viral,ট্রোল,Troll,প্রতিক্রিয়া,Recation

এমনিতে সারা বছরই হাতে ঠাসা কাজ থাকে দিতিপ্রিয়ার। আর এখন তো ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের জগতে দাপিয়ে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। তবে ব্যস্ততার ফাঁকেই  সোশ্যাল মিডিয়ার দারুন সক্রিয় থাকেন দিতিপ্রিয়া। তাই হামেশাই কাজের কিংবা নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ার শেয়ার করেন অভিনেত্রী।

এবার এমনই একটি ছবি পোস্ট করে নেটিজেনদের কুরুচিকর মন্তব্যের শিকার হলেন দিতিপ্রিয়া। আসলে এদিন হাতে বক্সিং গ্লাভস নিয়ে স্পোর্টস-এর পোশাক পরে ক্যামেরার দিকে পিঠ করে পোজ দিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া। সেই ছবি দেখেই তৈরি হয় তুমুল ট্রোলিং। কেউ কটাক্ষ করে একেবারে রানীমার স্টাইল লিখেছেন ‘এই যে বাবা মথুর, তুমি পিঠে খাবে কইছিলে না?’ তো কেউ লিখছেন, ‘রক্কে করো রগুবীর’।

আরও পড়ুনঃ ফিল্মি বিয়ের পর পাহাড়ের কোলে মধুচন্দ্রিমা! রইল উদয়-অনামিকার রোমান্টিক হানিমুনের অ্যালবাম

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,সিনেমা,Cinema,ওয়েব সিরিজ,Web Series,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,রানীমা,Ranima,ছবি,Photo,ভাইরাল,Viral,ট্রোল,Troll,প্রতিক্রিয়া,Recation

সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় নিন্দার ঝড় বইতে শুরু করলে এই ট্রোলিং নিয়ে সম্প্রতি এই সময় ডিজিটালের কাছে মুখ খুলে ছিলেন দিতিপ্রিয়া। সেখানে ট্রোলিংয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘আমার কিছুই বলার নেই দীর্ঘদিন ধরে এসব চলে আসছে। সত্যি বলতে আমি আর এখন খেয়ালও রাখি না, কে কোন ছবি নিয়ে কী করছে না করছে। আমি শুধু আমার কাজ করে যেতে চাই, আর সেটা নিয়েই চর্চায় থাকতে চাই। বাকি এসব করার জন্য লোকের প্রচুর সময় রয়েছে, তারা সেটা করে।’

আরও পড়ুনঃ আমে দুধে মিশে গিয়ে গড়াগড়ি খায় আঁটি! মেঘ-নীলের মিল হতেই ময়ূরীকে দেখে হাসছে দর্শক

Unknown Facts Karunamoyi Rani Rashmoni Fame Ditipriya Roy

এছাড়া অভিনেত্রী জানিয়েছেন কিছু ছবিতে তিনি এমন এমন কমেন্ট দেখেছেন যেখানে লেখা হয়েছে ‘একি রানীমা এ আপনি কী করলেন? আমি যখন রানী রাসমণি করতাম সেই থেকে সেই তিন চার বছর তখন আমি সেই ইমেজটাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম।  এখন আমি রানী রাসমণি নই,মানুষকে এটা বুঝতে হবে। এখন আমি নানা চরিত্রে অভিনয় করব। সেটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে কেউ হস্তক্ষেপ করুক সেই অধিকার আমি কাউকে দিইনি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥