• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমে দুধে মিশে গিয়ে গড়াগড়ি খায় আঁটি! মেঘ-নীলের মিল হতেই ময়ূরীকে দেখে হাসছে দর্শক

Published on:

Ichcheputul serial upcoming episode reveal

Ichcheputul serial upcoming episode reveal:  এই মুহূর্তে দর্শকদের পছন্দের রুচিসম্মত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichcheputul)। এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে একের পর এক টানটান উত্তেজনা। তাই ইদানিং এই ধারাবাহিকের একটাও এপিসোড মিস করেন না দর্শক। এতদিন এই সিরিয়ালের নায়কা মেঘ মুখ বুজে সব অন্যায় সহ্য করায় তাঁকে সবাই ‘ন্যাকা’ বলে কটাক্ষ করতো।

কিন্তু সেই মুখচোরা মেঘ এখন যেভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদী হয়ে উঠেছে তা ভীষণ পছন্দ করছেন দর্শকা। ছোট থেকেই নিজের দিদি ময়ূরীর একের পর এক চক্রান্তের শিকার হয়ে চলেছে মেঘ। কিন্তু সহ্যেরও যে একটা সীমা থাকে সেটা বোঝাতেই এবার যোগ্য জবাব দিয়েছে সে। গত পর্বেই মেঘ দেখিয়ে দিয়েছে প্রয়োজনে সেও গর্জে উঠতে পারে। তাই তার নীরবতাকে কেউ দুর্বলতা ভেবে বসলে খুব ভুল করবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souroneel,ময়ূরী,Mayuri,মধুমিতা,Madhumita,বিয়ে,Marriage,নতুন চমক,New Twist

পুলিশের সাহায্য নিয়ে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে নিজেকে নির্দোষ প্রমাণ করার পর নিজের ইচ্ছাতেই গাঙ্গুলি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল মেঘ। কিন্তু দুঃখের বিষয় একটাই পুলিশ আসার আগে মেঘকে একবারের জন্যও বিশ্বাস করেনি নীল। জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সে বারবার শুধু মেঘকেই দোষী করেছে। এমনকি চরম অপমান করে বৌয়ের গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিল সৌরানীল।

আর বোনের জীবনের এই চরম অশান্তিই দূর থেকেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল ময়ূরী। কিন্তু মেঘ ঘুরে দাঁড়ানোর পর থেকে এবার জোর ফেঁসে গিয়েছে ময়ূরী নিজেই। বোনের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই ফাঁদে পড়েছে সে। গত পর্বেই দর্শক দেখেছেন মেঘের রাগ ভাঙাতে রাতেই তাকে নিতে এসেছিল সৌরানীল।

আরও পড়ুনঃ শাড়ি থেকে বিকিনি সবেতেই হিট! বোল্ড লুকে ইচ্ছেপুতুললের ‘মেঘ’র ছবি দেখে পাগলপারা দর্শকেরা

https://youtu.be/scG791mupkg

আরও পড়ুনঃ আড়াই বছরেই ক্লাস সেভেন! ‘গুরু পূর্ণিমা’র শুভেচ্ছা জানাতে গিয়ে নিজেই ট্রোলড সন্দীপ্তা

আর এরইমধ্যে ফাঁস হল আগাম পর্ব। জানা যাচ্ছে মেঘ নীলকে প্রথমে ফিরিয়ে দিতে চাইলেও শেষ পর্যন্ত নীলের ডাকে সাড়া না দিয়ে পারবে না মেঘ। তাই নীলের হাত ধরে মেঘ শ্বশুরবাড়ি যেতেই আবার বোনের নামে মায়ের কানে বিষ ঢালতে শুরু করবে ময়ূরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souroneel,ময়ূরী,Mayuri,মধুমিতা,Madhumita,বিয়ে,Marriage,নতুন চমক,New Twist

কিন্তু এবার ময়ূরীর মা ঠিক করেছেন তিনি এবার ময়ূরীর বিয়ে দেবেন। মুখের ওপর মা কে কিছু না বলতে পেরে ময়ূরীও বিয়েতে সম্মতি দিয়ে দেয়। এবার দেখার আগামীদিনে ময়ূরীর জীবনে কোন নতুন নায়ক আসে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥