• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাঘা যতীন’র পর মহানায়ক, সত্যজিৎ রায়ের ছবির রিমেকে উত্তম কুমার হচ্ছেন দেব!

অভিনেতা হিসেবে দেব (Dev) যে প্রত্যেক মুহূর্তে নিজেকে আরও উন্নত করছেন তা অস্বীকার করার কোনও উপায় নেই। গত কয়েক বছরে নিজেকে নিয়ে একাধিক পরীক্ষানিরীক্ষা করেছেন তিনি। কখনও নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, কখনও সত্যান্বেষী ব্যোমকেশ, কখনও আবার বাঘা যতীন রূপে হাজির হয়েছেন অভিনেতা। তবে চমকের শেষ এখানেই নয়। কারণ শোনা যাচ্ছে, এবার ‘মহানায়ক’ উত্তম কুমারের (Mahanayak Uttam Kumar) জুতোয় পা গলাতে চলেছেন তিনি!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে একজন হলেন উত্তম কুমার। তিনি শুধুমাত্র একজন অভিনেতা নন, বাংলা এবং বাঙালির আবেগ তিনি। অভিনেতার প্রয়াণের এত বছর পরেও দ্বিতীয় ‘মহানায়ক’ খুঁজে পায়নি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Tollywood)। এবার সেই কিংবদন্তির জুতোতেই পা গলাতে চলেছেন অভিনেতা।

   

Tollywood actor Dev is reportedly going make Mahanayak Uttam Kumar starrer Nayak movie remake

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, উত্তম কুমার অভিনীত ‘নায়ক’ (Nayak) ছবির স্বত্ব কিনতে চলেছেন দেব। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি এবার ‘মহানায়ক’ রূপে পর্দায় হাজির হতে দেখা যাবে অভিনেতাকে? সেই প্রশ্নের জবাব না মিললেও দেব যে সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত এই সিনেমার স্বত্ব কিনতে চলেছেন তা জানিয়েছেন তিনি নিজেই।

আরও পড়ুনঃ শিমুলকে বিষ দিয়ে ফেঁসেই গেল পরাগ-পলাশ! টিভির আগেই ফাঁস আজকের ‘সুপার ধামাকা’ পর্ব

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে দেবের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনও সইসাবুদ কিছুই হয়নি। তবে বাবুদা (সন্দীপ রায়) মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। আমার কাছে ওটাই যথেষ্ট’।

আরও পড়ুনঃ জ্যাস-দীপাকে তুড়ি মেরে উড়িয়ে বেঙ্গল টপার, TRP তে প্রথম হয়ে কি বলল পর্দার ‘শিমুল’ মানালি?

Dev has bought rights of Uttam Kumar Satyajit Ray Nayak movie

তবে শুধু সত্ত্ব কিনলেই তো হবে না, ছবি বানানোর জন্য পরিচালকেরও দরকার। ‘নায়ক’র রিমেকে সত্যজিৎ রায়ের ভূমিকা পালন করবে কে? সৃজিত মুখোপাধ্যায় নাকি রাইকমল মুখোপাধ্যায়? অতীতে একবার রাইকমল নিজেই জানিয়েছিলেন, ‘নায়ক’র রিমেক বানানোয় তাঁর আগ্রহ আছে।

এই প্রসঙ্গে দেব বলেন, ‘আমার অত্যন্ত পছন্দের নায়ক ছবিটি। তবে স্বত্ব কিনছি মানে ছবিটি এখনই হচ্ছে না। এটা এমন একটা প্রোজেক্ট যা দীর্ঘকালীন পরিকল্পনা করে এগোতে হয়। আগামী দিনে হবে এই কাজটা, সেই জন্য সত্ত্ব কিনে রাখলাম’। তবে পরিচালক হিসেবে সৃজিতকে যে দেখা যাবে না তা পরিষ্কার করে দিয়েছেন অভিনেতা।