• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয়বার বাবা হচ্ছেন সুপারস্টার জিৎ, পুজোর আগে নিজেই সুখবর দিলেন অভিনেতা

Published on:

Tollywood actor Jeet is expecting his second child soon shares wife’s pregnancy news

টলিউডে (Tollywood) এখন যেন খুশির হাওয়া বইছে। কয়েকমাস আগেই দ্বিতীয় প্রেগন্যান্সির সুখবর দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। সদ্য দ্বিতীয় সন্তানের মুখ দেখেছেন জনপ্রিয় গায়ক অনীক ধর। এবার বিরাট সুখবর দিলেন টলি সুপারস্টার জিৎ (Jeet)। বুধবার গর্ভবতী স্ত্রী এবং কন্যার সঙ্গে ছবি শেয়ার করে অভিনেতা জানান, ফের বাবা হতে চলেছেন তিনি।

২০১১ সালে মোহনা রতনানির (Mohna Madnani) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জিৎ। অভিনেতার স্ত্রী বিনোদন জগতের মানুষ নন। বিয়ের আগে লখনউয়ের এক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। গাঁটছড়া বাঁধার কয়েক বছরের মধ্যেই জিৎ এবং মোহনার ঘর আলো করে জন্ম হয় তাঁদের মেয়ে নবন্যার (Navanya Madnani)। এবার ফের নতুন সদস্য আসতে চলেছে অভিনেতার পরিবারে।

Jeet Tollywood actor, Jeet wife Mohna Madnani pregnant, Jeet second baby

বাবা হচ্ছেন সুপারস্টার জিৎ

এদিন স্ত্রী এবং কন্যার সঙ্গে চারটি ছবি শেয়ার করে দ্বিতীয়বার বাবা হতে চলার সুখবর দেন জিৎ। তিনজনের পরনেই ছিল সি গ্রিন রঙের পোশাক। স্ত্রীয়ের বেবি বাম্পে হাত রেখে ‘চেঙ্গিজ’ অভিনেতা ঘোষণা করেন, শীঘ্রই আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান।

আরও পড়ুনঃ সূর্যের সন্তানের মা হবে জেনেই মিশকাকে গুলি করতে উদ্যত লাবণ্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

ছবি শেয়ার করে জিৎ লিখেছেন, ‘খুব আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি শীঘ্রই আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে। আপনাদের প্রার্থনায় আমাদের রাখবেন’। এই সুখবর শেয়ার করা মাত্রই অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁর একাধিক সতীর্থ এবং অনুরাগীরা।

আরও পড়ুনঃ পর্ণার ভয়টাই সত্যি হল, ইশার সাথে পরকীয়ায় জড়াবে সৃজন? টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Jeet Tollywood actor, Jeet wife Mohna Madnani pregnant, Jeet second baby

টলি সুন্দরী নুসরত জাহান নিজের সহ অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘গোটা পরিবারের জন্য শুভকামনা রইল’। অঙ্কুশ আবার লিখেছেন, ‘শুভেচ্ছা রইল জিৎ দা’। পাশাপাশি অভিনেতার অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। কেউ লিখেছেন, এবার একটা ছেলে হলেই জিৎ-মোহনার পরিবার সম্পূর্ণ হয়ে যাবে। কারোর আবার কামনা, এভাবেই আনন্দে থাকুক অভিনেতার গোটা পরিবার।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

প্রসঙ্গত, জিতের আসন্ন প্রোজেক্টের নিরিখে বলা হলে, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে ‘মানুষ’, ‘ব্যুমেরাং’ সহ একাধিক সিনেমা। ‘মানুষ’এ জিতের বিপরীতে দেখা যাবে বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা মিমকে। অপরদিকে ‘ব্যুমেরাং’এ প্রথমবার টলি সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধবেন রুক্মিণী মৈত্র। আনকোরা এই দুই জুটি দর্শকমনে কতখানি ছাপ ফেলতে পারে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥