• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ণার ভয়টাই সত্যি হল, ইশার সাথে পরকীয়ায় জড়াবে সৃজন? টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Published on:

Neem Phooler Madhu Isha try to close with Srijan Parna got angry

জি বাংলার (Zee Bangla) ‘নীম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে তিন্নি বিদায় নিতেই কিছুদিন আগে দত্ত বাড়িতে এন্ট্রি হয়েছে নতুন খলনায়িকা ঈশার (Isha)। দুর্ভাগ্যক্রমে সে পর্ণার পূর্ব-পরিচিত।  কলেজ লাইফে এই ঈশাকে উচিত শিক্ষা দিয়েছিল পর্ণা। তাই এত বছর পর পর্ণার শ্বশুরবাড়িতে এসে ওকে অপদস্থ করার  কোন সুযোগই হাতছাড়া করছে না সে। অন্যদিকে কৃষ্ণা আর মৌমিতাও পর্ণাকে সহ্য করতে পারে না। আর এখন সৃজন -পর্ণার (Srijan-Parna) মধ্যে চলছে মন কষাকষির পর্ব।

তাই এই সুযোগে ঈশাকে দিয়েই পর্ণাকে দত্ত বাড়ি থেকে তাড়ানোর জন্য ইন্ধন দিয়ে চলেছে তারাও। অন্যদিকে সৃজনও ঈশার সামনেই এখন পর্ণাকে অপমান করে। অন্যদিকে ইতিমধ্যেই পর্ণার নিজের হাতে তৈরি শাড়ির কথার দায়িত্বও তার থেকে  নিয়ে ঈশার  হাতে তুলে দিয়েছে সৃজন। যদিও বারবার দেখা গিয়েছে পর্ণার ডিজাইন ছাড়া এককথায় অচল শাড়ির কথা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,ঈশা,Isha,আসন্ন পর্ব,Upcoming Episode

তাই পর্ণাকে শায়েস্তা করতে গিয়ে নিজেই বারবার গো-হারা হেরেছে ঈশা। কিন্তু কৃষ্ণা আর মৌমিতার সাথে মিলে পর্ণাকে বাড়ি বের করতে এবার সৃজনের সাথে পরকীয়া করবে ঈশা। ধারাবাহিকে আগেই দেখা গিয়েছে বাবুর দিকে কুনজর রয়েছে ঈশার। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল ছোট পোশাক পরে সকলের সামনে এসে সৃজনের একেবারে ঘাড়ে উঠে বসেছিল সে।

আরও পড়ুনঃ নতুন বউকে ভুলে অন্য মেয়ের সাথে! রাতের কলকাতায় কার সাথে রূপ? ফাঁস হতেই ভাইরাল ভিডিও

এই দৃশ্য দেখা মাত্রই  তার কেটে যায় পর্ণার। ঈশাকে বারবার পোশাক পাল্টে আস্তে বললেও সে পর্ণার কথা কানে না নিয়ে জেদ করেই সৃজনের গা ঘেঁষে  বসে থাকে। তখন পর্ণা গিয়ে ‘আমি বেহায়া’ ছাপ লাগিয়ে দিয়েছিল ঈশার হাত-মুখে।  আর এবার আগামী পর্বে দেখা যাবে পর্ণার কাছ থেকে সৃজনকে ছিনিয়ে নেওয়ার জন্য সৃজনের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে চাইছে ঈশা।

আরও পড়ুনঃ প্রতিভা থাকলেও মেলেনি কাজের সুযোগ! ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে আজ কোথায় ভানুমতি অভিনেত্রী?

https://youtu.be/4vK_dhPHNhw?si=C-OnZDU-t5091rzG

এদিন দেখা যাবে ঈশা সৃজনের  ঘরে ঢুকে ওর হাত ধরে বলবে ‘আপনি শুধু আমার বস নন, আমার বন্ধুও’।  তখন পর্ণা সেখানে এসে সৃজনকে খুব ভালো করে বুঝিয়ে দেবে ‘যাকে তুমি তোমার বন্ধু ভাবছো, সে তোমার পিঠে এসে কখন ছুরি বসিয়ে দেবে তা তুমি নিজেও বুঝতে পারবে না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥