• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যের সন্তানের মা হবে জেনেই মিশকাকে গুলি করতে উদ্যত লাবণ্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Star Jalsha,Bengali serial,Anurager Chhowa,Serial,Television,TV serial,Mishka,Labanya,Surjya,Deepa,Gun,স্টার জলসা,বাংলা সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,মিশকা,সূর্য,দীপা,লাবণ্য,বন্দুক,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

সূর্য-দীপার দীর্ঘ ভুল বোঝাবুঝি শেষে সদ্য মিল দেখানো হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa)। সেনগুপ্ত বাড়ির সকলের সামনে স্বামীকে ক্ষমা করে কাছে টেনে নিয়েছে দীপা। সেই দৃশ্য দেখে জুড়িয়ে গিয়েছিল দর্শকদের মন। কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হল না। কারণ ফের ‘সুদীপা’ জীবনে ঝড়ের মতো প্রবেশ করেছে মিশকা (Mishka)

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, অবৈধভাবে সূর্যর স্পার্ম ব্যবহার করে গর্ভবতী হয়েছে মিশকা। কিন্তু সকলের সামনে সে এসে দাবি করে, সূর্য (Surjya) এবং তার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বেশ কয়েকবার মদ্যপ অবস্থায় তার বাড়িতে আশ্রয় নিয়েছিল সূর্য। আর তখনই তারা ঘনিষ্ঠ হয়েছিল। সেই সম্পর্কেরই ফসল এখন রয়েছে তার গর্ভে। যদিও দীপা (Deepa) এসব কোনও কথা বিশ্বাস করেনি। সে বেশ বুঝেছে এটা মিশকার নতুন প্ল্যান।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa Labanya and Mishka

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, সকলের সামনে নিজের প্রেগন্যান্সি রিপোর্ট তুলে ধরে মিশকা। কিন্তু দীপা সেই রিপোর্ট দেখে বলে, এখানে তো লেখা রয়েছে তুমি কিছুদিন আগে গর্ভবতী হয়েছো। তবে ডাক্তারবাবু তো অনেকদিন ধরে আমার সঙ্গে রয়েছে। তাহলে এটা কীভাবে সম্ভব? খানিক থতমত খেয়ে মিশকা বলে, বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করা হোক। সঙ্গে সঙ্গে সেনগুপ্ত বাড়ির সবাই বলে ওঠে, যখন সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছিল, তখন কেন এই ডিএনএ টেস্ট করার কথা মাথায় আসেনি মিশকার?

আরও পড়ুনঃ পর্ণার ভয়টাই সত্যি হল, ইশার সাথে পরকীয়ায় জড়াবে সৃজন? টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

অপরদিকে ছেলের নামে মিশকার এত বড় অপমান সহ্য না করতে পেরে মেজাজ হারায় লাবণ্য (Labanya)। ঘর থেকে বন্দুক নিয়ে এসে সে মিশকার দিকে তাক করে বলে, আজ তোমার সব মিথ্যে আমি এখানেই ফাঁস করবো। অবস্থা বেগতিক দেখে বাড়ির সবাই লাবণ্যকে আটকায়। অপরদিকে প্রাণ বাঁচাতে তড়িঘড়ি সেখান থেকে পালায় মিশকা।

আরও পড়ুনঃ প্রতিভা থাকলেও মেলেনি কাজের সুযোগ! ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে আজ কোথায় ভানুমতি অভিনেত্রী?

Anurager Chhowa, Anurager Chhowa Mishka

সূর্য তখন দীপাকে জিজ্ঞেস করে, এতকিছুর পরেও কেন দীপা তার পাশে আছে? এটা কি শুধুমাত্র স্ত্রীয়ের কর্তব্য পালন করছে সে? জবাবে দীপা সাফ বলে, সে জানে তার ডাক্তারবাবু এমন কাজ করতে পারে না। শুধুমাত্র স্ত্রীয়ের কর্তব্য কিংবা দায়িত্বের জন্য নয়, বরং বিশ্বাসের জন্য সে সূর্যর পাশে আছে।

অন্যদিকে মিশকার এই মিথ্যে নাটকের আঁচ গিয়ে পড়ে সোনা-রূপার ওপরেও। তাদের বাবার নামে সবাই খারাপ কথা বলছে দেখে কান্নাকাটি শুরু করে তারা। বাড়ির সবাইও সূর্যর দিকে আঙুল তুলে বলে, এতদিন বারণ করা সত্ত্বেও সূর্য একটা মিশকাকে বিশ্বাস করে এসেছে। আজ সেটারই ফল ভোগ করছে সে। তখন দীপা বলে, শীঘ্রই সে মিশকার মিথ্যের মুখোশ টেনে ছিঁড়ে দেবে। কীভাবে এই কাজ করবে দীপা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥