• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিনেমা দেখলে কি জাত চলে যায়? সমোলোচনকদের মুখে ঝামা ঘষে গর্জে উঠলেন মিঠুন

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) নামটাই যথেষ্ট, সিনেমাপ্রেমী অথচ তাঁকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। বাংলা তো বটেই বলিউডের ছবিতেও একাধিক ব্লকবাস্টার উপহার দিয়েছেন অভিনেতা। এমনকি ‘ডিস্কো ড্যান্স’ চালু করায়, ‘ডিস্কো ড্যান্সার’ বলে চেনেন অনেকে। আবার বাংলার দর্শকেরা তাকে চেনেন ‘মহাগুরু’ হিসাবেও। কিন্তু সম্প্রতি সিনেমা প্রসঙ্গে বলতে গিয়েই বিস্ফোরক মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ডান্স বাংলা ডান্স সিজেন ১২’ (Dance Bangla Dance) এর গ্র্যান্ড ফিনালে। সেখানেই বাংলা ছবি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেতা। মিঠুন চক্রবর্তীর যাত্রা শুরু হয়েছিল ১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবি দিয়ে। তবে পরিচিতি পান ১৯৮২ সালে ‘ডিস্কো ডান্সার’ সিনেমার দৌলতে। রাতারাতি বলিপাড়ায় ফেমাস হয়ে যান, এরপর থেকেই আজও সকলেই তাকে ‘ডিস্কো ডান্সার’ নাম চেনেন।

   

Bollywood star Salman Khan's father Salim khan tries to help Mithun Chakraborty that he could debit in hindi film

অনেকেই হয়তো জানেন না, ১০০ এরও বেশি ছবিতে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। যার মধ্যে বাংলা থেকে হিন্দি সিনেমা দুই দিকেই রয়েছে একাধিক সুপারহিট ছবি। কিছুদিন আগেই প্রজাপতি ছবিতে দেবের সাথে মিঠুনের অভিনয় ব্যাপক সাফল্য পেয়েছে। এই বাংলা ছবি প্রসঙ্গে এক কাহিনী শেয়ার করলেন অভিনেতা।

আরও পড়ুনঃ কালীপুজোর আগেই সুখবর! টলিউড কাঁপিয়ে ছোটপর্দায় কামব্যাক করছেন ‘রানী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া

Mithun Chakraborty, Mithun Chakraborty loneliness, Mithun Chakraborty on his loneliness

আরও পড়ুনঃ রিজেক্ট করেছেন ১৭টা সিরিয়াল, কি কারণে আবারও ছোটপর্দায় কামব্যাক? মুখ খুললেন রোহন ভট্টাচার্য

ডান্স বাংলা ডান্সের মঞ্চে অতীতের অভিজ্ঞতা শেয়ার করে মিঠুন চক্রবর্তী বলেন, ‘ফ্লাইটে যাতায়াতের সময় একবার দুই মেয়ে অটোগ্রাফ নিতে এসেছিল। অটোগ্রাফ নিয়ে ছবিও তুলল। তারপর বলে আমি হিন্দি ছবি দেখি না, তখন আমি বললাম যে তাহলে কোথায় নাচতে দেখলে? আপনার বাড়িতে না পার্টিতে কোথায়? উত্তরে বলে সিনেমায়। এরপর আরেকটু চেপে ধরতেই পালিয়ে যায়। লোকজনের এমন ব্যবহার দেখলে মনে হয় হিন্দি বা বাংলা ছবি দেখলে জাত চলে যায়।’

জি বাংলার তরফ থেকে এই ভিইডিওটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যা ‘রাঙা বউ’ অভিনেত্রী শ্রুতি দাস শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ”সত্যিই বাবা লোকজন এসে ছবি তুলে বলবে আমি বাংলা সিরিয়াল দেখি না, মা দেখে। ছবি দেখলে মা খুশি হবে। যেন বাংলা সিরিয়াল দেখলে জাত চলে যাবে।