• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার বীরপুত্রের কাহিনী দেখবে গোটা বিশ্ব! স্বাধীনতা দিবসের আগেই প্রকাশ্যে দেবের ‘বাঘা যতীন’র প্রিটিজার

Published on:

Dev,Bagha Jatin,Pre teaser,Movie,Tollywood,Actor,Tollywood actor,Tollywood movie,Entertainment,Entertainment news,Bangla khobor,Tollywood news,দেব,বাঘা যতীন,প্রি-টিজার,সিনেমা,টলিউড,অভিনেতা,টলিউড অভিনেতা,টলিউড সিনেমা,বিনোদন,টলিউডের খবর,বিনোদনের খবর,বাংলা খবর

Dev upcoming movie ‘Bagha Jatin’ Pre Teaser : টলিউড সুপারস্টার দেব (Tollywood Superstar Dev) যে ঠিক কোন মাপের অভিনেতা তা আস্তে আস্তে বুঝতে পারছেন সিনেপ্রেমী মানুষজন। সদ্য ব্যোমকেশ রূপে হাজির হয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। সেই রেশ পুরোপুরি কাটার আগেই বীর যোদ্ধা ‘বাঘা যতীন’ (Bagha Jatin) রূপে হাজির হলেন অভিনেতা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেল দেবের আসন্ন ছবির প্রি-টিজার (Pre Teaser)

‘যতীন্দ্রনাথ মুখার্জি আসছেন…’, ঠিক একদিন আগে এমনটাই জানিয়েছিল দেবের প্রযোজনা সংস্থা। সেই সঙ্গে এও বলা হয়েছিল, সোমবার ঠিক বেলা ১১টায় প্রকাশ্যে আনা হবে ‘বাঘা যতীন’র প্রি-টিজার (Bagha Jatin Pre Teaser)। ঠিক তেমনটাই হল। আজ ঘড়ির কাঁটা ১১টা ছুঁতেই বাংলার বীর পুত্র ‘বাঘা যতীন’ রূপে সকলের সামনে এলেন দেব।

Bagha Jatin, Dev Bagha Jatin, Bagha Jatin pre teaser

ব্যোমকেশের পর বাঘা যতীন রূপে চমকে দিলেন অভিনেতা

দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ যারা দেখেছেন, তাঁরা ইতিমধ্যেই তাঁর আসন্ন সিনেমা ‘বাঘা যতীন’র ঝলকও দেখে নিয়েছেন। তবে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার সামনে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় রূপে আত্মপ্রকাশ করলেন টলি (Tollywood) অভিনেতা। অ্যাকশনে ভরপুর প্রি-টিজারে মুগ্ধ করলেন সকলকে।

আরও পড়ুনঃ নায়িকার পাশাপাশি আদর্শ মা! ভিডিও কলে ছেলের বায়না থামাতে কি করেছিলেন কোয়েল?

Bagha Jatin, Dev Bagha Jatin, Bagha Jatin pre teaser

তীব্র সংলাপ, ধুন্ধুমার অ্যাকশন আর অনবদ্য অভিনয়ের মিশেল

‘বাঘা যতীন’র প্রি-টিজারের শুরুতেই দেবকে বলতে শোনা যায়, ‘যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না’। এরপরেই ক্যামেরার সামনে ‘বাঘা যতীন’ রূপে হাজির হন অভিনেতা। তীব্র সংলাপ, ধুন্ধুমার অ্যাকশন এবং অনবদ্য অভিনয়ের ঝলক মিলেছে মিনিট খানেকের এই প্রি-টিজারে। যতীন মুখোপাধ্যায় ছদ্মবেশ ধারণ করতে সিদ্ধহস্ত ছিলেন, ভিডিওয় সেই ঝলকও দেখা গিয়েছে। তবে চমক রয়েছে সবার শেষ দৃশ্যে। কী সেই চমক? জানতে হলে দেখতে হবে প্রি-টিজার।

আরও পড়ুনঃ বাপ বাপই থাকে! শাহরুখ-সলমনকে তুড়ি মেরে উড়িয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল সানির ‘গদর ২’

কবে রিলিজ করবে ‘বাঘা যতীন’?

টলি সুপারস্টার দেবের কেরিয়ারের অন্যতম বড় মাইলফলক হতে চলেছে ‘বাঘা যতীন’, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। বাংলার বীরপুত্র যতীন মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করাটা যে সহজ নয় তা সকলেরই জানা। কিন্তু দেব সেই চ্যালেঞ্জটা নিয়েছেন। তবে অভিনেতা পাশ করতে পারলেন কিনা তার উত্তর মিলবে আগামী ১৯ অক্টোবর। সেই দিনই প্রেক্ষাগৃহে রিলিজ করবে অরুণ রায় পরিচালিত এই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥