• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়িকার পাশাপাশি আদর্শ মা! ভিডিও কলে ছেলের বায়না থামাতে কি করেছিলেন কোয়েল?

Published on:

Koel Mallick,Jongole Mitin Masi,Shooting,Tollywood,Actress,Kabir,Tollywood actress,Movie,Tollywood movie,Entertainment,Entertainment news,Tollywood news,Bangla khobor,কোয়েল মল্লিক,জঙ্গলে মিতিন মাসি,শ্যুটিং,টলিউড,অভিনেত্রী,কবীর,টলিউড অভিনেত্রী,সিনেমা,টলিউড সিনেমা,বিনোদন,টলিউডের খবর,বিনোদনের খবর,বাংলা খবর,Koel Mallick son,কোয়েল মল্লিকের ছেলে

Koel Mallick Shared story of Motherhood : বেশ অনেকটা সময় বড়পর্দা থেকে দূরে থাকার পর কামব্যাক করছেন টলিউড (Tollywood) সুন্দরী কোয়েল মল্লিক (Koel Mallick)। পরিচালক অরিন্দম শীলের হাত ধরে আবারো দর্শকদের মন জয় করতে আসছেন তিনি। পুজোর আবহে রিলিজ করতে চলেছে অভিনেত্রীর আসন্ন সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Masi)। সম্প্রতি সেই ছবির পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।

দিন কয়েক আগে আলিপুর চিড়িয়াখানায় ‘জঙ্গলে মিতিন মাসি’র প্রথম পোস্টার প্রকাশ্যে আনা হয়। ‘মিতিন মাসি’র নতুন লুক দেখেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দর্শকমহলে। অরিন্দম শীল পরিচালিত এই ছবির পুরো শ্যুটিংটাই (Shooting) জঙ্গলে হয়েছে। সম্প্রতি সেই শ্যুটিংয়ের সময়কারই এক মজার কাহিনী শেয়ার করলেন রঞ্জিত মল্লিকের মেয়ে।

Jongole Mitin Masi

শ্যুটিংয়ের সময় বায়না শুরু ছোট্ট কবীরের

আগেই বলেছি, ‘জঙ্গলে মিতিন মাসি’র পুরো শ্যুটিংটাই জঙ্গলে হয়েছে। সেই কারণে মায়ের সঙ্গে শ্যুটিংয়ে যেতে পারেননি কোয়েল-পুত্র কবীর (Kabir)। তবে ভিডিও কলের মাধ্যমে ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন টলি সুন্দরী। আর সেই সময়ই নাকি একটি বায়না করে বসে অভিনেত্রীর ছেলে। যা রাখতে কার্যত বাধ্য হন পর্দার ‘মিতিন মাসি’।

আরও পড়ুনঃ বিয়ের আড়াই বছরের মাথায় ‘সুখবর’ দিলেন নীল-তৃণা! শুভেচ্ছায় ভরাল অনুরাগীরা

Koel Mallick son, Koel Mallick son Kabir

কীসের বায়না করেছিল কোয়েল-পুত্র?

‘জঙ্গলে মিতিন মাসি’র পোস্টার লঞ্চ অনুষ্ঠানে এসে কোয়েল সংবাদমাধ্যমের কাছে জানান, একবার ছবির শ্যুটিংয়ের ফাঁকে কবীরকে ভিডিও কল করেছিলেন তিনি। সেই সময় অভিনেত্রীর পিছনে ছিল হাতি। সেই হাতি দেখে দারুণ খুশি হয়ে ওঠে পুঁচকে কবীর। সেই সঙ্গেই বায়না শুরু করে দেয়, তাকেও জঙ্গলে নিয়ে গিয়ে হাতি দেখাতে হবে।

আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে এবার টলিউডে ‘বাহুবলী’! দেবসেনা-বাহুবলীর চরিত্রে কারা? প্রকাশ্যে ফার্স্ট লুক

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)


কীভাবে ছেলের বায়না রাখলেন কোয়েল?

কোয়েল জানান, কবীরের আবদার রাখতে তাকে নিয়ে শ্যুটিং লোকেশনে পৌঁছে যান নিসপাল। সেই সময় ছিল তীব্র গরম। ছেলে সেই গরম সহ্য করতে পারবে কিনা তা নিয়ে খানিক চিন্তায় ছিলেন অভিনেত্রী। তবে ছোট্ট কবীরের হাতি দেখার উৎসাহের কাছে গরম হার মেনে গিয়েছিল বলে জানান নায়িকা।

প্রসঙ্গত, ‘জঙ্গলে মিতিন মাসি’ গোয়েন্দা কাহিনীর পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণ এবং চোরাশিকারের বিরুদ্ধেও কথা বলবে। পুজোর মধ্যে যেহেতু ছবি রিলিজ করবে সেই জন্য সেই সময় চুটিয়ে প্রচার করতে হবে কোয়েল সহ ছবির সম্পূর্ণ টিমকে। তাই এই বছর মল্লিক বাড়ির পুজোয় অভিনেত্রী কতটা সময় দিতে পারবেন তা তিনি নিজেও জানেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥