• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাপ বাপই থাকে! শাহরুখ-সলমনকে তুড়ি মেরে উড়িয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল সানির ‘গদর ২’

Published on:

Bollywood actor Sunny Deol movie Gadar 2 beats Salman Khan Ranbir Kapoor movies in box office

Sunny Deol Gadar 2 made new records in Box Office : দীর্ঘ দু’দশকের অপেক্ষা শেষে রিলিজ করেছে ‘গদর ২’ (Gadar 2)। ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সানি দেওল (Sunny Deol), আমিশা পটেল অভিনীত ‘গদর’। বক্স অফিসে (Box Office) ঝড় তুলেছিল সেই সিনেমা। এরপর কেটে গিয়েছে প্রায় ২২ বছর। দু’দশক পেরিয়ে গেলেও সিনেপ্রেমী মানুষদের মধ্যে ‘গদর’ নিয়ে ক্রেজ যে একটুও কমেনি, তা ফের একবার প্রমাণিত হয়ে গেল।

বক্স অফিসে রাজত্ব করছে সানি দেওলের সিনেমা

‘গদর ২’ রিলিজের আগেই অনেকে বলেছিলেন, চলতি বছরের অন্যতম ব্যবসাসফল ছবিগুলির মধ্যে একটি হবে এটি। রিলিজের পর অক্ষরে অক্ষরে মিলে সেই কথা। মুক্তির দিনই বক্স অফিসে (Box Office Collection) ঝড় তুলেছে সানি দেওলের ছবি। দর্শকদের ভিড় উপচে পড়েছিল সিনেমাহলগুলিতে। প্রথমে দিনই ৪০ কোটির বেশি আয় করে বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে এই সিনেমা।

Gadar 2, Gadar 2 advance booking, Gadar 2 box office collection

সলমন-রণবীরকে টপকে গেল সানির দেওলের ছবি

বেশ অনেকটা সময় বড়পর্দা থেকে দূরে থাকার পর ‘গদর ২’র হাত ধরে কামব্যাক করেছেন সানি দেওল। দর্শকরা দু’হাত ভরে ভালোবাসা দিচ্ছেন ‘তারা-সাকিনা’র ছবিকে। সিনেপ্রেমী মানুষদের ভালোবাসার সৌজন্যেই বক্স অফিসে একটি অনন্য রেকর্ড গড়ে ফেলেছে ‘গদর ২’। রিলিজের দিন ৪০ কোটির বেশি আয় করে চলতি বছরের দ্বিতীয় সবচেয়ে বেশি ওপেনিং প্রাপ্ত ছবির শিরোপা আদায় করে নিয়েছে এই সিনেমা। পিছনে ফেলে দিয়েছে সলমনের (Salman Khan) ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের (Ranbir Kapoor) ‘তু ঝুটি ম্যায় মক্কার’র মতো ছবিকে।

আরও পড়ুনঃ ১০০০ কোটি তুলে কাঁপাবে বক্স অফিস! রজনীকান্তের সিনেমা রিলিজ হতেই ছুটি ঘোষণা শহর জুড়ে

ব্লকবাস্টার এই দক্ষিণী ছবিকে কড়া টক্কর ‘গদর ২’র

গত দেড়-দু’বছরে বক্স অফিসে রাজত্ব করেছে দক্ষিণী সিনেমাগুলিকে। বক্স অফিস কালেকশনের নিরিখে ব্লকবাস্টার সাউথ সিনেমা ‘বাহুবলী ২’কে কড়া টক্কর দিয়েছে সানির ছবি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী ২’ রিলিজের দিন প্রায় ৪১ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই ছবিকে টক্কর দিয়ে নয়া নজির গড়েছে ‘গদর ২’।

আরও পড়ুনঃ কেন হেমা মালিনীর জন্য গোটা হাসপাতাল বুক করেছিলেন ধর্মেন্দ্র? এতবছর পর ফাঁস হল আসল কারণ

Gadar 2 and Baahubali 2, Gadar 2 box office collection

‘পিকচার অভি ব্যাকি হ্যায়’

সিনেবিশেষজ্ঞদের মতে, ‘গদর ২’ আরও অনেক চমক দেখাবে, বক্স অফিসের আরও রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দেবে। আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে সানি দেওলের ছবির আয় আরও অনেকখানি বাড়বে বলে মত তাঁদের। ছুটির দিন দর্শকরা সিনেমাহল ভরিয়ে দেবেন বলেই আশা করছেন প্রত্যেকে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত বক্স অফিসের আর কোন কোন রেকর্ড ভাঙে ‘গদর ২’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥