• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোটা মুখে ক্ষতচিহ্ন, মাথায় রুক্ষ চুল, ‘বাঘা যতীন’ এর লুকে দেবকে দেখে অবাক নেটিজেনরা

Updated on:

Dev New Bagha Jatin Look Shocks every one goes viral on social media

দেখতে দেখতে টলিউডে (Tollywood) প্রায় দেড় দশক কাটিয়ে ফেলেছেন দেব (Dev)। এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা তিনি। কেরিয়ারের এই পর্যায়ে এসে প্রত্যেক ছবিতে দর্শকদের নিত্যনতুন চমক দিচ্ছেন অভিনেতা। পুরোদস্তুর বাণিজ্যিক ছবি থেকে কিছুটা সরে ভিন্ন ধারার সিনেমার দিকে ঝুঁকছেন দেব। সম্প্রতি যেমন তাঁকে ব্যোমকেশ রূপে দেখেছেন দর্শকরা। এবার ‘বাঘা যতীন’ (Bagha Jatin) রূপে হাজির হতে চলেছেন তিনি।

বেশ কয়েকমাস আগেই দেব জানিয়েছিলেন, বাংলার বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন রূপে তিনি পর্দায় হাজির হতে চলেছেন। এরপর একে একে প্রকাশ্যে এসেছে দেবের একাধিক লুক। প্রত্যেক লুকেই দর্শকদের চমকে দিয়েছেন অভিনেতা। কখনও কোট-প্যান্ট পরে হাজির হয়েছেন তিনি, কখনও আবার সাধুর বেশে দেখা গিয়েছে তাঁকে। তবে সম্প্রতি ‘বাঘা যতীন’ দেবের যে লুক প্রকাশ্যে এসেছে তা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন নেটিজেনরা।

Bagha Jatin, Bagha Jatin movie, Dev in Bagha Jatin

ব্রিটিশ শাসনকালে ইংরেজদের চোখে ধুলো দিতে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধারা ছদ্মবেশ ধারণ করতেন। শোনা যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছদ্মবেশ ধারণ করতে বেশ পটু ছিলেন। সিনেমাতেও সেটা দেখানো হবে। আর সেই জন্যই বিভিন্ন লুকে ধরা দিচ্ছেন ‘বাঘা যতীন’ দেব।

আরও পড়ুনঃ পরান বন্দোপাধ্যায় ছাড়া অচল বাংলা সিনেমা! ‘টনিক করার পরেই টনক নড়েছে’, বলছেন অভিনেতা

Bagha Jatin, Bagha Jatin movie, Bagha Jatin release date

আরও পড়ুনঃ বিয়ের পর ঘরে মেয়ে এনে নোংরামি! গিনির সামনে খুলছে রূপের মুখোশ, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

সম্প্রতি দেব নিজের সোশ্যাল মিডিয়ায় ‘বাঘা যতীন’র যে লুক শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, তাঁর চুল উস্কো খুসকো। সারা মুখে ক্ষতের দাগ। মুখটা বেশ ফুলেও গিয়েছে। এক ঝলক দেখে চেনা দায় এটা দেবের ছবি। অভিনেতার এই লুক তৈরি করেছেন টলিপাড়ার জনপ্রিয় প্রস্থেটিক মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

‘বাঘা যতীন’র একাধিক লুক প্রকাশ্যে আসার পাশাপাশি ছবির টিজারও ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বুড়িবালামের যুদ্ধের প্রস্তুতি থেকে শুরু করে খালি হাতে বাঘ মারা, দেখা গিয়েছে একাধিক দৃশ্যের। সেই সঙ্গেই দেবের মুখে একাধিক দেশপ্রেমের সংলাপও শোনা গিয়েছে। টিজার দেখার পর দেব-অনুরাগীরা প্রায় একবাক্যে মেনে নিয়েছেন বক্স অফিসে ঝড় তুলবে এই সিনেমা। এবার দেখা যাক, তাঁদের সেই কথা মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥