• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর ঘরে মেয়ে এনে নোংরামি! গিনির সামনে খুলছে রূপের মুখোশ, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Gini will see Rup’s real face soon

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি ঘিরে দর্শকদের মধ্যে বিরক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দিনের পর দিন ধরে মেঘকে ভুল বুঝে আসছে নীল সহ গাঙ্গুলী পরিবারের সকল সদস্য। এমনকি ময়ূরীর আসল চেহারা সামনে নিয়ে আসার পরেও কোনও কাজের কাজ হয়নি। শত চেষ্টা করেও দুশ্চরিত্র রূপের সঙ্গে ননদ গিনির বিয়েটা আটকাতে পারেনি মেঘ। কিন্তু এবার আস্তে আস্তে সব সত্যি সামনে আসবে। রূপকে বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েই স্বামীর আসল চেহারা দেখবে গিনি।

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই রূপ এবং গিনির বিয়ে সম্পন্ন হয়েছে। স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দিয়েছে গিনি। আজকের দেখা যাবে, শ্বশুরবাড়িতে ঢোকার সময় রূপের বাবা বলে, আজ রূপ নিজের ঘরে থাকবে না। যা শোনার পর মুখ কালো হয়ে যায় রূপ এবং রূপের মায়ের। তারা জিজ্ঞেস করে কেন রূপকে নিজের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে? তখন রূপের বাবা বলে, আজ থেকে রূপের ঘরে গিনিরও অধিকার আছে। সেই জন্য আজকের দিনটা গিনি একা থেকে সেই ঘর ভালো করে চিনবে।

Icche Putul, Icche Putul Gini marriage

বাবার মুখে একথা শুনে গিনিকে বাইরে ফেলেই হনহন করে ঘরের মধ্যে ঢুকে যায় রূপ। তা দেখে রূপের বাবা ছেলেকে হাত মুখ ধুয়ে তার সঙ্গে দেখা করার কথা বলে। অপরদিকে মিনির মনেও রূপকে নিয়ে হালকা সন্দেহ হতে থাকে। সে সেই বিষয়ে লালের সঙ্গে কথা বলে।

আরও পড়ুনঃ বয়সকে কুচ পরোয়া নেহি! সাঁতরে ইংলিশ চ্যানেল পার করবে কোজাগরী, নিজেই জানালেন অপরাজিতা

লাল পাল্টা জিজ্ঞেস করে, বিয়েবাড়ির দিন রূপের সঙ্গে মিনির কী হয়েছিল? জবাবে মিনি মিথ্যে বলে যে কিছু হয়নি। বোনের উত্তর শুনে লাল বলে, সে নিজের চোখে দেখেছিল মিনি সেখান থেকে হন্তদন্ত হয়ে বেরোচ্ছে। সেকথা শুনে মিনি বলে, রূপ ভালো ছেলে। হয়তো মদের নেশায় কিছু ভুল করে ফেলেছিল। তবে গিনির সঙ্গে কথা বলে সে জানতে পেরেছে, বিয়ের পর রূপের আচরণে কোনও পরিবর্তন আসেনি।

আরও পড়ুনঃ মুখ বুজে সহ্য নয়, ময়ূরীকে ওপেন চ্যালেঞ্জ মেঘের! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র সুপার ধামাকা পর্ব

Icche Putul, Icche Putul Laal and Mini

ওদিকে আবার ইউনিভার্সিটির মধ্যে ফের মেঘকে চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা শোনাতে থাকে নীল। কিন্তু এবার মেঘ চুপ করে থাকে না। সে স্পষ্ট বলে, এখন তো রূপ-গিনির বিয়ে হয়ে গিয়েছে। এবার নিজের চোখেই গিনি রূপের আসল চেহারাটা দেখতে পাবে। একজন লম্পট ছেলের বৌ হওয়াটা ঠিক কতখানি কষ্টের সেটা নিজের জীবন দিয়ে বুঝতে পারবে গিনি।

শ্বশুরবাড়ি গিয়ে গিনি যে রূপের আসল চেহারা দেখবে সেকথা আগেই আন্দাজ করেছিল দর্শকরা। সেই সঙ্গেই রূপের মায়েরও আসল চেহারা এবার সামনে আসবে। ছেলের সকল কুকর্মে তিনি কীভাবে পাশে থাকেন তা দেখতে পাবে গিনি। স্বামী-শাশুড়ির আসল চেহারা দেখার পর গিনি কী করে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥