• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরান বন্দোপাধ্যায় ছাড়া অচল বাংলা সিনেমা! ‘টনিক করার পরেই টনক নড়েছে’, বলছেন অভিনেতা

Published on:

Paran Bandyopadhyay's demand in tollywood after tonic

বয়স ৮০ পেরোলেও আজও তরুণ যুবক পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)। টলিউড (Tollywood) সুপারস্টার দেবের সাথে টনিক সিনেমায় অভিনয় করে সেকথা প্রমাণ করেছিলেন আগেই। এই সিনেমার পর থেকেই গোটা টলিউড ইন্ডাস্ট্রি যেন এই বর্ষিয়ান অভিনেতাকে নতুন করে আবিষ্কার করতে শুরু করেছেন। তাই ইদানিং পরান বন্দ্যোপাধ্যায়ের হাতে ছুটিও খুবই কম।

এত কাজের চাপ যে সময় দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না তিনি। শুটিংয়ের ডেট লিখেই ভরিয়ে ফেলছেন ডাইরির পাতা। তাই সেদিক দিয়ে দেখতে গেলে টনিক হল পরান বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারে অন্যতম মাইলস্টোন। পর্দায় দেব-পরান জুটির রসায়ন মন ছুঁয়েছিল বাংলার দর্শকদের। টনিক সিনেমায় পরান বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখে অভিভূত হয়েছিলেন গোটা বাংলার সিনেমা প্রেমীরা।

টলিউড,Tollywood,পরান বন্দ্যোপাধ্যায়,Paran Bandyopadhyay,টনিক,Tonic

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এক বৃদ্ধের ঝুঁকিপূর্ণ স্পোর্টসে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল এই সিনেমায়। তাই সিনেমা সূত্রেই ৮০ বছর বয়সেই পরান বন্দ্যোপাধ্যায় অংশ নিয়েছিলেন রিভার ব়্যাফ্টিং থেকে শুরু আরও অনেক মজাদার স্পোর্টসে। তাই এই সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই পরপর বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজে দাপিয়ে কাজ করে চলেছেন পরান বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছে, রাজ চক্রবর্তীর ওয়েবা সিরিজ ‘আবার প্রলয়’তে। সেখানে এই বর্ষীয়ান অভিনেতাকে একজন পুলিশকর্মীর  চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া ‘নিখোঁজ’ ওয়েব সিরিজে লালবাজারের ফরেন্সিক বিভাগের প্রাক্তন প্রধানের চরিত্রে অভিনয় করেছিলেন পরান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এই প্রত্যেকটি চরিত্রকেই নিজের নিখুঁত অভিনয় দিয়ে পর্দার ফুটিয়ে তুলেছিলেন তিনি।

টলিউড,Tollywood,পরান বন্দ্যোপাধ্যায়,Paran Bandyopadhyay,টনিক,Tonic

তাছাড়া তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার নেই কিছুই। তবে হঠাৎ করেই যেভাবে টলিউডে কদর বেড়েছে তাঁর সে প্রসঙ্গে সম্প্রতি টিভি নাইন বাংলায় রসিকতা করে অভিনেতা বলেছেন ‘সকলে বলছেন ঠিকই। কিন্তু আমার তো আবার উত্তেজনা কম। তবে এ কথা ঠিক, ‘টনিক’ করার পর থেকেই আমাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। সকলে চাইছে কাজ করতে। হয়তো ‘টনিক’ করেছি বলেই সকলের টনক নড়েছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥