• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডে প্রথম ‘মহাভারত’ তৈরী করছেন দেব, কে হবে দ্রৌপদী? প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক

Published on:

Tollywood actor Dev shared the first look of upcoming movie Draupadi

Dev announces next movie Draupadi Shares first look: টলিউড (Tollywood) সুপারস্টার দেব (Dev) একের পর এক ধামাকা ছবি (Movie) নিয়ে আসছেন। শীঘ্রই অভিনেতার একগুচ্ছ সিনেমা রিলিজ করতে চলেছে। সেই তালিকায় রয়েছে ‘বাঘাযতীন’, ‘ব্যোমকেশ ও দুর্গ  রহস্য’র মতো ছবি। তবে এবার এর চেয়েও বড় ধামাকার কথা ঘোষণা করলেন অভিনেতা। কারণ তিনি এবার ‘মহাভারত’ (Mahabharat) নিয়েও একটি ছবি বানানোর পরিকল্পনা করছেন। ইতিমধ্যেই ‘দ্রৌপদী’ (Draupadi) ছবির প্রথম লুক (First Look) এবং নায়িকার নামও ফাঁস হয়ে গিয়েছে।

এই মুহূর্তে দেবের হাতে তিনটি ছবি রয়েছে। ‘বাঘাযতীন’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছাড়াও রয়েছে ‘নটী বিনোদিনী’। এরপরেই অভিনেতা মনোনিবেশ করবেন ‘মহাভারত’এ। সেই ছবির পরিচালনা করবেন রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)। দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্টত ভেঞ্চার্স  এবং প্রমোদ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই বিগ বাজেট সিনেমা।

Dev Tollywood movie, Draupadi Tollywood movie

জনপ্রিয় লেখিকা প্রতিভা রায়ের ‘ইয়াজনাসেনি’(Yajnaseni) অবলম্বনে এই মেগা বাজেট ছবি বানানো হবে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বাংলার ‘মহাভারত’র খবর শোনা গিয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে টলিউডের বেশ কিছু তারকাদের ‘মহাভারত’র চরিত্রদের মতো সাজিয়ে তুলেছিলেন একজন নেটাগরিক। সেখানে অনেকেই জানিয়েছিলেন, দ্রৌপদীর চরিত্রে তাঁরা কোয়েল মল্লিককে দেখতে চান।

তবে জানিয়ে রাখি, দেবের সিনেমায় দ্রৌপদীর চরিত্রে কোয়েল নন, বরং দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। সম্প্রতি এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেতা নিজে। তিনি জানান, ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’র সময়েই দ্রৌপদীকে বড়পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। ‘বিনোদিনী’ সিনেমায় পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের কাজ তাঁর ভীষণ পছন্দ হয়েছে। সেই জন্য দ্রৌপদী বানানোর জন্যেও সেই পরিচালকেরই সহায়তা চেয়েছেন টলি সুপারস্টার।

আরও পড়ুনঃ বাঙালি হয়েও কেন মাথায় রাখতেন কাশ্মীরি টুপি? রইল মান্না দে’র এই স্টাইলের নেপথ্যের আসল কাহিনী

Dev Tollywood movie, Draupadi Tollywood movie

দেবের কথায়, ‘বিনোদিনী’তে রামকমল মুখোপাধ্যায়ের কাজ দেখেই তিনি বুঝে গিয়েছিলেন তাঁর ভিস্যুয়াল রিপ্রেজেন্টেশন স্কিল কতখানি ভালো। সেই জন্য দ্রৌপদীর জন্যেও তাঁকেই নিয়েছেন অভিনেতা। পাশাপাশি এও জানান, বিনোদিনী হিসেবে রুক্মিণীর পারফরম্যান্সও তিনি দেখেছেন। সেই জন্য তিনি বুঝেছেন কেন দ্রৌপদীর চরিত্রে পরিচালক রুক্মিণীকেই কাস্ট করতে চেয়েছেন।

আরও পড়ুনঃ মেঘকে ছেড়ে কুটনি ময়ূরীকে বিয়ে করবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র মোড়ঘোরানো পর্ব

বিনোদিনীর চরিত্রে অভিনয় করার পর দ্রৌপদীর চরিত্রে অভিনয় করাটা যে রুক্মিণীর জন্য যে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে একটি সিংহাসন এবং তার পাশে দু’টি জ্বলন্ত মশাল দেখা গিয়েছে। সিংহাসনের ওপর রয়েছে একটি সিংহ এবং তারও ওপর রয়েছে তীর-ধনুক। জানা গিয়েছে, এই মুহূর্তে জোরকদমে ছবির চিত্রনাট্যের কাজ চলছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥