• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অতীত ভুলে দেবলীনার সঙ্গে নতুন শুরু! বিয়ের ছবিতে তুলকালাম হতেই মুখ খুললেন ভাস্বর চট্টোপাধ্যায়

Published on:

Tollywood actor Bhaswar Chatterjee opens up about his marriage picture with Debleena Dutt

বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় দুই তারকা হলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) এবং দেবলীনা দত্ত (Debleena Dutt)। কখনও নিজেদের কর্মজীবনের জন্য, কখনও আবার ব্যক্তিগত জীবনের জন্য আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তাঁরা। সম্প্রতি যেমন সেই ভাস্বর-দেবলীনার বিয়ের (Marriage) ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

রবিবার রাত থেকেই ভাস্বর-দেবলীনার বিয়ের ছবি (Picture) নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেই ছবিতে একেবারে নববধূর লুকে দেখা গিয়েছে দেবলীনাকে। পরনে হলুদ জামদানি, গায়ে সোনার গয়না, মাথায় ফুল, সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। অপরদিকে ভাস্বরের পরনে রয়েছে ম্যাচিং পাঞ্জাবি। পিছন থেকে অভিনেত্রীকে জাপটে ধরে রয়েছেন অভিনেতা।

Bhaswar Debleena got married photo goes viral on social media, Bhaswar Chatterjee and Debleena Dutt

নবদম্পতির সাজে এই ছবি শেয়ার করে ভাস্বর ক্যাপশনে লেখেন, ‘সব সেরেই ফেললাম’। ব্যস, এরপরেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়ে যায় নেটপাড়ায়। বিচ্ছেদের যন্ত্রণা ভুলে তাহলে কি নতুনভাবে সংসার পাতলেন এই দুই টলি তারকা? অনেকের মনে উঁকি দিতে থাকে এই প্রশ্ন। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ভাস্বর নিজেই।

আরও পড়ুনঃ তরোয়াল হাতে বীরাঙ্গনা, ‘পিলু’ অভিনেত্রীর নতুন লুক দেখে মুগ্ধ দর্শকেরা

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে ভাস্বর জানান, তিনি সত্যিই দেবলীনাকে বিয়ে করেছেন। তবে রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে। অভিনেতার কথায়, ‘সৈকত দাসের আগামী ছোট ছবির নায়ক-নায়িকা আমরা। এর আগে একই পরিচালকের আরও একটি ছোট ছবি ‘ক্যানভাস’এ অভিনয় করেছিলাম আমরা। সেখানেও দেবলীনা আমার বিপরীতে ছিল। আন্তর্জাতিক মঞ্চ থেকে ছবিটি একাধিক পুরস্কারও জিতেছে’।

আরও পড়ুনঃ ‘প্রাণ হাতে নিয়ে এসেছি’, সোশ্যাল মিডিয়াতে শ্রীলেখার ভিডিও দেখেই দুশ্চিন্তায় নেটিজেনরা

Bhaswar Chatterjee, Bhaswar Chatterjee on his marriage with Debleena Dutt

রবিবার সৈকত দাসের সেই ছবির ফুলশয্যার সিকোয়েন্স শ্যুট করেন ভাস্বর-দেবলীনা। শ্যুটিংয়ের ফাঁকেই তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই চারিদিকে হুলস্থূল পড়ে যায়। সেদিন আবার শ্যুটিং সেটেও একটি মজার ঘটনা ঘটে।

ভাস্বর জানান, রিল লাইফ নতুন বৌকে আলিঙ্গন করতেই দেবলীনার ঝুমকো আটকে যায় তাঁর পাঞ্জাবিতে। লজ্জায় লাল হয়ে যান দুই তারকাই। জানা গিয়েছে, ভাস্বর-দেবলীনার আসন্ন এই শর্ট ফিল্মের গল্প লিখেছেন ঋতুপর্ণা সেনগুপ্তের মামি শ্যামশ্রী রায়চৌধুরী। পুরোদস্তুর প্রেমের গল্প নিয়ে আসছেন দু’জনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥