• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখের জল পড়ার কারণ কিছুটা আমিও! কেন প্রকাশ্যে ক্ষমা চাইলেন অঙ্কুশ?

Updated on:

Tollywood actor Ankush Hazra's social media post goes viral

টলিউডের (Tollywood) জনপ্রিয় সুপারস্টারদের মধ্যে অন্যতম হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।  বরাবরই নিজের অভিনয় থেকে শুরু করে সেন্স অফ হিউমার নিয়ে চর্চায় থাকেন এই অভিনেতা।যার জন্য ট্রোলিংয়ের মুখে পড়তেও দেখা যায় অঙ্কুশকে। তবে এদিন সপ্তাহের শেষেই সোশ্যাল মিডিয়ায় কার্যত বোমা ফাটিয়ে কারো নাম না নিয়েই ক্ষোভ  উগরে দিতে দেখা গেল অঙ্কুশকে।

এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে আচমকাই ক্ষমা চাওয়ার কথা জানিয়ে অঙ্কুশ লিখেছেন ‘আমি কিছু কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি মনে করি তাদের চোখের জল পড়ার কারণ কিছুটা আমিও। আমি এবং আমার প্রযোজনা সংস্থা যে মানুষটির সাথে যুক্ত হয়েছিল সহ প্রযোজক হিসেবে তার ব্যাকগ্রাউন্ড তার মানুষিকতা তার উদ্দেশ্য সঠিক ভাবে না জেনেই তাকে সেই জায়গা দিয়ে ফেলেছিলাম যার সে বিন্দু মাত্র যোগ্যতা রাখেনা’।

Ankush Hazra

এরপরেই অপরাধীকে কার্যত হুঁশিয়ারি দিয়ে অঙ্কুশ লিখেছেন ‘আজ সেই কারণে অনেক নতুন ছেলে মেয়েরা তাকে বিশ্বাস করে নিজের চোখের জল ফেলছে। আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হবো বলে।পরিবারের যেখানে কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না। সফর বেশ কঠিন ছিল। তাই এই স্বপ্নের দাম আমি বুঝি। আর সেই স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার কারোর নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আর কারোর স্বপ্ন নিয়ে যদি সে ছেলেখেলা করে আমি কড়া পদক্ষেপ নেবো তার বিরুদ্ধে।’

আরও পড়ুনঃ জনপ্রিয় এই সিরিয়ালের জায়গা নিতে আসছে ‘তোমাদের রাণী’, বড় সিদ্ধান্ত নিল চ্যানেল

আসলে গত বছরেই নিজের প্রোডাকশন হাউস ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’ খুলেছিলেন অভিনেতা। ধুমধাম করেই প্রযোজনা সংস্থা খোলার কথা জানিয়ে প্রথম সিনেমা ‘মির্জা’র কথা জানিয়েছিলেন তিনি। ওই সিনেমার প্রজেক্টে তাঁর সহযোগী প্রযোজক ছিলেন নেক্সজেন ভেঞ্চারের রক্তিম চট্টোপাধ্যায়। কিন্তু  কয়েক মাস যেতেই এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ দিদি-বোন দু’জনেই কাঁপাচ্ছে ছোটপর্দা! পর্দার কমলার দিদিকে চেনেন? রইল ছবি সহ আসল পরিচয়

টলিউড,Tollywood,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,ক্ষোভ,Anger,ক্ষমা,Sorry,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে অঙ্কুশ নিজের মুখে কিছু না জানালেও টেলিপাড়া সূত্রের খবর সে সময় অঙ্কুশকে না জানিয়েই মির্জা নিয়ে নাকি আলাদা ভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রক্তিম। তাই সত্যিটা জানতে পেরেই রক্তিমের সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অঙ্কুশ। তবে এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে অঙ্কুশ তাঁর নাম না নিলেও সকলে ধরেই নিচ্ছেন অঙ্কুশের এই পোস্ট রক্তিম কে উদ্দেশ্য করেই লেখা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥