• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি-বোন দু’জনেই কাঁপাচ্ছে ছোটপর্দা! পর্দার কমলার দিদিকে চেনেন? রইল ছবি সহ আসল পরিচয়

Published on:

This Bengali serial actress looks like Kamala O Sreeman Prithwiraj actress Ayanna Chatterjee’s sister

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কূটকচালির ভিড়ে কমলা-মানিকের (Manik) কিশোর বয়সের প্রেম কাহিনী অল্প সময়েই দর্শকদের মনে স্থান করে নিয়েছে। এই ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছে অভিনেতা সুকৃৎ সাহা এবং অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)

স্টার জলসার এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ডেবিউ করেছেন ‘মানিক’ অভিনেতা সুকৃৎ। তবে ‘কমলা’ (Kamala) অয়ন্যাকে এর আগেও বহু সিরিয়ালে দেখেছেন দর্শকরা। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র আগে জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধুবুদ্ধি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া টলি সুন্দরী মিমি চক্রবর্তীর সঙ্গে ‘মিনি’ ছবিতেও দেখা গিয়েছিল অয়ন্যাকে। তবে আপনি কি জানেন, অয়ন্যার মতো তাঁর দিদিও (Sister) এবার টেলিপর্দায় পা রাখতে চলেছেন!

Kamala O Sreeman Prithwiraj, Kamala Ayanna Chatterjee, Ayanna Chatterjee

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অয়ন্যা এবং তাঁর দিদির ছবি পাশাপাশি রেখে শেয়ার করেন একজন নেটাগরিক। এরপর থেকেই সেই পোস্টে কমেন্টের বন্যা বইতে শুরু করে দিয়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন, অয়ন্যার দিদি কে? তাহলে বলে রাখি, পর্দার ‘কমলা’র দিদি হিসেবে যে অভিনেত্রীর ছবি ভাইরাল হয়েছে তাঁর নাম অভিকা।

আরও পড়ুনঃ জনপ্রিয় এই সিরিয়ালের জায়গা নিতে আসছে ‘তোমাদের রাণী’, বড় সিদ্ধান্ত নিল চ্যানেল 

Ayanna Chatterjee and Abhika Malakar, Kamala Ayanna Chatterjee

শীঘ্রই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’ (Tomader Rani)। সেই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar)। সেই অভিকারই নাকি বোন অয়ন্যা! আসলে বাস্তবে কিন্তু এমনটা নয়। দুই টেলি অভিনেত্রীর মুখের মিল দেখেই একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দু’জনকে দেখে একদম বোন বোন মনে হছে। কমলার পরে রানী একটা প্রিয় চরিত্র হবে বলে আশা করছি’।

আরও পড়ুনঃ মা-বউ দু’জনেই বিশ্বাসঘাতক, রাগে বাড়ি ছাড়ছে সূর্য! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব

Ayanna Chatterjee and Abhika Malakar, Kamala Ayanna Chatterjee

সংশ্লিষ্ট নেটিজেনদের সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। তবে মুখের মিল থাকলেও অয়ন্যা এবং অভিকা কিন্তু বাস্তবে বোন নন। তাঁদের মধ্যে কোনও রক্তের সম্পর্ক নেই। তবে একথা ঠিক, দুই অভিনেত্রীকে যদি কখনও বোনের চরিত্রে কাস্ট করা হয় তাহলে কিন্তু সত্যিই তাঁদের ভালো মানাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥