• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বিশ্বাসঘাতক, আর কাউকে কাঁদালে কড়া পদক্ষেপ নেব’! টলিউডের কাকে হুমকি দিলেন অঙ্কুশ?

Published on:

Tollywood actor Ankush Hazra vents out his anger against Mirza film co producer Raktim Chatterjee

Ankush Hazra opens up about fraud in tollywood : অঙ্কুশ হাজরার (Ankush Hazra) নাম শুনলেই তাঁর সদাহাস্যময় মুখটার কথাই প্রথমে মনে পড়ে। প্রাণখোলা স্বভাবের জন্য অনুরাগীদের মধ্যে ভীষণ জনপ্রিয় তিনি। তবে এবার সেই অঙ্কুশই বেজায় চটেছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ (Anger) উগড়ে দিয়ে একজনকে হুমকিও দিয়েছেন টলি (Tollywood) অভিনেতা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন অঙ্কুশ। সেখানে এক ব্যক্তির ওপর ক্ষোভ উগড়ে দেন তিনি। সেই সঙ্গেই নিজেও ক্ষমা চেয়ে নেন। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, কারোর স্বপ্ন নিয়ে যদি ছেলেখেলা করা হয় তাহলে তিনি কড়া পদক্ষেপ নেবেন। কিন্তু কে সেই ব্যক্তি? কেনই বা তাঁর বিরুদ্ধে এত ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা?

Ankush Hazra, Ankush Hazra MIrza movie

আসলে গত বছরই অঙ্কুশের ড্রিম প্রোজেক্ট ‘মির্জা’র (Mirza) কথা সামনে এসেছিল। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর ঈদে মুক্তি পেত সেই ছবি। তবে সহ প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের (Raktim Chatterjee) সঙ্গে সমস্যার জেরে ‘মির্জা’র কাজ থমকে গিয়েছে। এবার এই নিয়েই মুখ খুললেন অভিনেতা।

আরও পড়ুনঃ পরিবারে নতুন সদস্যের আগমন! রাহুলের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই ‘সুখবর’ দিলেন রুকমা

গত বছরই নিজস্ব প্রযোজনা সংস্থা অঙ্কুশ হাজরা মোশন পিকচার খুলেছিলেন অঙ্কুশ। পাশাপাশি প্রযোজক হিসেবে নিজের প্রথম ছবি ‘মির্জা’র কথাও ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই রক্তিমের বিরুদ্ধে জালিয়াতি সহ একাধিক অভিযোগ আনেন অভিনেতা। জানা যায়, অঙ্কুশকে সরিয়ে দিয়ে একাই ‘মির্জা’ নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন রক্তিম। সেকথা জানতে পেরেই রক্তিমের সংস্থা থেকে নিজেকে সরিয়ে নেন অঙ্কুশ।

আরও পড়ুনঃ রোজ সন্ধ্যায় ‘আহ উহ’ সিন! ‘কার কাছে কই মনের কথা’র দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ দর্শকদের

Ankush Hazra, Ankush Hazra MIrza movie

এরপর থেকেই ‘মির্জা’র ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। আদৌ এই ছবি কোনোদিন রিলিজ করবে কিনা তা নিয়েও সংশয় দেখা দেয়। এবার এই নিয়ে মুখ খুললেন অঙ্কুশ নিজে। অভিনেতার কথায়, ‘আমি কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি মনে করি তাঁদের চোখের জল পড়ার কারণ কিছুটা আমিও। আমি এবং আমার প্রোডাকশন হাউস যে ব্যক্তির সঙ্গে যুক্ত হয়েছিল, সহ প্রযোজক হিসেবে সেই মানুষটির ব্যাকগ্রাউন্ড, তাঁর মানসিকতা, তাঁর উদ্দেশ্য সঠিকভাবে না জেনে তাঁকে স্থান করে দিয়েছিলাম। যার বিন্দুমাত্র যোগ্যতা সে রাখে না’।

অঙ্কুশের সংযোজন, ‘আজ সেই জন্য অনেক নতুন ছেলেমেয়ে তাঁকে বিশ্বাস করে নিজেদের চোখে জল ফেলছে। আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলাম। পরিবারের কেউ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিল না। সফরটা বেশ কঠিন ছিল। সেই জন্য আমি এই স্বপ্নের দাম বুঝি। আর সেই স্বপ্নগুলো নিয়ে ছেলেখেলা করার অধিকার কারোর নেই। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর থেকে আর কারোর স্বপ্ন নিয়ে ছেলেখেলা করা হলে আমি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥