• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিবারে নতুন সদস্যের আগমন! রাহুলের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই ‘সুখবর’ দিলেন রুকমা

Published on:

Bengali serial Roopsagore Moner Manush actress Rooqma Ray says the baby has arrived

Rooqma Ray shared her Baby’s Photo : বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রুকমা রায় (Rooqma Ray)। ‘কিরণমালা’ ধারাবাহিকের হাত ধরে টেলি জগতে সফর শুরু হয়েছিল তাঁর। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন রুকমা। এই মুহূর্তে সান বাংলার ‘রূপসাগরে মনের মানুষ’ (Roopsagore Moner Manush) সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে।

বাংলার সিরিয়ালপ্রেমী (Bengali Serial) মানুষদের কাছে এই মুহূর্তে রুকমার পরিচয় ‘পূর্ণা’ (Poorna) নামেই বেশি। দর্শকমহলে ভালো জনপ্রিয়তা লাভ করেছে তাঁর নতুন ধারাবাহিক। কেরিয়ারের নিরিখে এই মুহূর্তে বেশ ভালো জায়গায় আছেন অভিনেত্রী। এবার রুকমার ব্যক্তিগত জীবনেও এল বিরাট খুশি। সম্প্রতি ‘সন্তান’ (Baby) আগমনের সুখবর দিয়েছেন নায়িকা।

Rooqma Ray, Rooqma Ray Baby

সপ্তাহান্তে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে পরিবারে নতুন সদস্য আসার খবর দেন ‘রূপসাগরে মনের মানুষ’ নায়িকা। সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এই সুন্দরীকে দেখো। আমার সন্তান এসে গিয়েছে’। লেখার সঙ্গে একটি হৃদয়ের ইমোজিও যোগ করেছেন তিনি। রুকমা এই পোস্ট করা মাত্রই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ সূর্য নয়, উচ্ছেবাবুও ফেল! বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারশ্রমিকপ্রাপ্ত নায়ক কে জানেন?

Rooqma Ray, Rooqma Ray Baby

এতদূর পড়ার পর কী ভাবছেন চুপিসারে মা হয়ে গেলেন রুকমা? হ্যাঁ, অভিনেত্রীর সন্তান এসেছে একথা ঠিক। তবে সেই সন্তান হল তাঁর ব্র্যান্ড নিউ গাড়ি। সাদা রঙের সেই গাড়ির পাশে দাঁড়িয়ে দুধ সাদা পোশাকে পোজও দেন অভিনেত্রী। নিজের নতুন গাড়িকেই ‘সন্তান’ তকমা দিয়েছেন পর্দার ‘পূর্ণা’। আসলে শখের জিনিস তো সন্তানতুল্যই হয়, তাই না?

আরও পড়ুনঃ রোজ সন্ধ্যায় ‘আহ উহ’ সিন! ‘কার কাছে কই মনের কথা’র দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ দর্শকদের

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

প্রসঙ্গত, কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সৌজন্যেও একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন রুকমা। ‘দেশের মাটি’ এবং ‘লালকুঠি’ ধারাবাহিকে অভিনয়ের সময় সহ-অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যেত। প্রচুর ফ্যান পেজও তৈরি হয়েছিল তাঁদের। যদিও সময়ের সঙ্গে এখন সেসব গুঞ্জনে ভাটা পড়েছে। রাহুল এবং রুকমা দু’জনেই নিজের কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥