• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রোজ সন্ধ্যায় ‘আহ উহ’ সিন! ‘কার কাছে কই মনের কথা’র দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ দর্শকদের

Published on:

Zee Bangla,Bengali serial,Kar Kache Koi Moner Kotha,Trolled,Serial,Shimul,Parag,TV serial,Entertainment,Entertainment news,Bangla khobor,জি বাংলা,বাংলা সিরিয়াল,কার কাছে কই মনের কথা,ট্রোলড,সিরিয়াল,শিমুল,পরাগ,টিভি সিরিয়াল,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Kar Kache Koi Moner Kotha trolled,কার কাছে কই মনের কথা ট্রোলড

Viewers Complain about Kar Kache Koi Moner Kotha : জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিক ঘিরে বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না। রোজ কোনও না কোনও বিতর্কিত ট্র্যাক দেখিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসছে এই সিরিয়াল (Bengali Serial)। শুরুতেই যেমন ‘মা ছেলের ফুলশয্যা’ দেখিয়ে দর্শকদের রোষের মুখে পড়েছিল এই ধারাবাহিক। এবার আবার রোজ রোজ ‘আহ উহ সিন’ দেখিয়ে ট্রোল হচ্ছে শিমুল-পরাগরা (Shimul-Parag)

‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের পর পরই স্ত্রীয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পরাগ (Parag) শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল। কিন্তু তখন রুখে দাঁড়িয়েছিল শিমুল। সেদিন মেনে নিলেও, এরপর থেকে পরাগ শিমুলের কোনও কথা শোনেনি। এমনকি স্ত্রীয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার ওপর জোর খাটিয়েছে সে।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, শিমুল পরাগকে অনুরোধ করে বলে, আজকের মতো ছেড়ে দাও না গো। আজ আমার শরীর সত্যি ভালো নেই। তোমার দু’টো পায়ে পরি। আজ এসব কোরো না। একথা শুনে পরাগ পাল্টা বলে, শোনো শিমুল, তোমায় বসিয়ে পুজো করার জন্য আমি বিয়ে করিনি। এরপর শিমুলের একটি চিৎকারের সঙ্গে শেষ হয় সেই দৃশ্য।

আরও পড়ুনঃ চার বছর পর ফিরছেন ছোটপর্দায়! নতুন লুকে ‘সুখবর’ দিলেন ‘ভালোবাসা ডট কম’ খ্যাত মধুবনী

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

‘কার কাছে কই মনের কথা’র এই সিন দেখেই চটে গিয়েছে দর্শকদের একাংশ। কারোর দাবি, প্রত্যেক সপ্তাহেই এমন একটি পর্ব দেখানো হয় সিরিয়ালে। কেউ আবার লিখেছেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে অনেক মহিলার জীবনে এটা বাস্তব। কিন্তু রোজ রোজ এসব আহ উহ সিন না দেখালেই পারে। ৬:৩০টায় ফ্যামিলি সুদ্ধ সবাই টিভি দেখে, খুব লজ্জাজনক হয়ে যায়। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি’।

আরও পড়ুনঃ শট দিতে গিয়ে ভাইয়ের মুখটাই মনে পড়ে! পুতুল চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন শ্রীতমা

প্রসঙ্গত, দর্শকদের রোষের মুখে পড়ে সম্প্রতি ‘কার কাছে কই মনের কথা’র গল্পে হালকা পরিবর্তন এনেছেন নির্মাতারা। শিমুলের শাশুড়ির অত্যাচার অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এবার পরাগের স্ত্রীয়ের ওপর জোর খাটানো নিয়ে বিরক্তি প্রকাশ করছেন সকলে। দেখা যাক, দর্শকদের প্রতিক্রিয়া দেখে এই বিষয়টিও পরিবর্তন করা হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥