• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয়বার বিয়ে করতে চান সৌরভ! ‘দাদাগিরি’র মঞ্চে সিক্রেট ফাঁস হতেই ‘বৌদি জানে?’ প্রশ্ন ভক্তদের

Updated on:

Sourav Ganguly asks about his second marriage probability in Dadagiri video goes viral

ক্রিকেটার, শিল্পপতি, সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরিচয় রয়েছে অনেক। একসময় ব্যাট হাতে বাইশ গজে ছক্কা হাঁকিয়েছেন তিনি। এখন সঞ্চালক হিসেবে টেলিভিশনের পর্দায় রাজত্ব করছেন ‘মহারাজ’। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র (Dadagiri) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি। সদ্যই এই শোয়ের দশম সিজন শুরু হয়েছে।

‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ-ডোনার (Dona Ganguly) খুনসুটির নানান গল্প অনেকবার শুনেছেন দর্শকরা। ডোনা সশরীরে উপস্থিত না থাকলেও প্রায় প্রত্যেক পর্বেই ‘ম্যাডাম’কে নিয়ে কথা বলতে দেখা যায় ‘দাদা’কে। স্ত্রীয়ের সম্বন্ধে একাধিক সিক্রেটও ফাঁস করেন দাদা। সেসব দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা।

Sourav Ganguly and Dona Ganguly

‘দাদাগিরি’র আসন্ন পর্বে আবার কচিকাঁচাদের খেলতে দেখা যাবে। খেলার ফাঁকে খুদে প্রতিযোগীদের সঙ্গে আড্ডা দেবেন সৌরভ। সেই পর্বেই মালদার প্রতিযোগীকে ‘দাদা’ জিজ্ঞেস করেন, তুই নাকি হাত দেখতে পারিস? সে সম্মতি জানাতেই সৌরভ তার সামনে নিজের হাত বাড়িয়ে দেন।

আরও পড়ুনঃ কোটি টাকার লোভে আবারও গুটখার বিজ্ঞাপন! ভাইরাল হতেই অক্ষয় কুমারকে ধুয়ে দিল ক্ষুদ্ধ নেটিজেনরা

সৌরভের হাত দেখে সেই খুদে বলে, ‘তোমার অনেক নাম-যশ হবে। অনেক টাকা-পয়সা হবে’। সেকথা শুনে ‘মহারাজ’ পাল্টা প্রশ্ন করেন, ‘আরেকটা বিয়ে হবে?’ কিছুক্ষণ ভেবে সেই খুদে প্রতিযোগী বলে, ‘হ্যাঁ, হতেও পারে’। জবাব শুনেই হাসিতে ফেটে পড়েন সৌরভ।

আরও পড়ুনঃ হারানোর ভয়ে দীপাকে চড় লাবণ্যর! মন্দিরে ছুরি হাতে মিশকা, টিভির আগেই ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

Sourav Ganguly asked about his second marriage in Dadagiri

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘দাদাগিরি’র সেটের এই মজার ভিডিও শেয়ার করা হয়েছে। নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা একের পর এক কমেন্ট করতে থাকেন সেই পোস্টে। কারোর প্রশ্ন, ‘ডোনা বৌদি জানে ব্যাপারটা?’ কেউ আবার দাদাকে সতর্ক করে বলেন, ‘আজ তোমায় বাড়িও ফিরতে হবে’।

এর আগে একবার ‘দাদাগিরি’র মঞ্চে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল সৌরভকে। তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার আর ডোনাদির মধ্যে কি নিয়ে ঝামেলা হয়’। জবাবে দাদা বলেন, ‘আমি সারাক্ষণ মার খেতে থাকি’। মার খাওয়ার কারণও ফাঁস করেছিলেন সঞ্চালক। সৌরভ বলেন, ‘মহিলারা কারণ ছাড়া ঝামেলা করে। আমায় কিছু বললে আমি কোনও জবাব দিই না। সেই সময় অন্য কথা ভাবি। আর তাতেই ম্যাডাম রেগে যান’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥