• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা ছেলে দুটোই দুশ্চরিত্র! ইচ্ছে পুতুলে গিনির শ্বাশুড়ীর নোংরামি দেখে ক্ষোভে ফুঁসছেন দর্শক

Updated on:

Iccheputul serial Rup's mother Shalini warns Gini

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বাংলা সিরিয়াল হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। বেশ কিছুদিন ধরেই দর্শকমহলে চর্চায় রয়েছে এই সিরিয়ালটি। দাদাগিরি শুরু হওয়ার পর থেকে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে মাত্র চারদিন সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। যা একেবারেই পছন্দ করছেন না এই সিরিয়ালের অনুরাগীরা। তাই সকলেই বারবার দাবি জানাচ্ছেন ইচ্ছেপুতুল সিরিয়াল সম্প্রচারের সময় আবার আগের মতো করে দেওয়া হোক।

প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার অনুরাগের ছোঁয়ার বিপরীতে প্রতিনিয়ত কড়া টক্কর দিচ্ছেন মেঘ-ময়ূরী এবং নীলের (Megh-Mayuri-Neel) ত্রিকোণ প্রেমের এই গল্প। তুলনামূলকভাবে কম দিন সম্প্রচারিত হয়েও এই সিরিয়ালটি টিআরপি তালিকায় যে স্কোর করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন রুপের সাথে বিয়ের পরেই গিনি বুঝতে পেরেছে সে জীবনে কত বড় একটা ভুল করে ফেলেছে।

Icche Putul serial Gini will Apologize soon to Megh

বিয়ে করে শ্বশুরবাড়ি আসতে না আসতেই তার সামনে খসে পড়েছে রূপের আসল চেহারা। গিনি এখন ভালোই বুঝতে পারছে মেঘের বলা কথাগুলো বর্ণে বর্ণে সত্যি ছিল। গত পর্বেই দেখা গিয়েছে ফুলশয্যার রাতেই গিনির ওপর ঝাঁপিয়ে পড়েছিল রূপ। রূপের শারীরিক অত্যাচারে ক্ষতবিক্ষত গিনি।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার বিয়ে করতে চান সৌরভ! ‘দাদাগিরি’র মঞ্চে সিক্রেট ফাঁস হতেই ‘বৌদি জানে?’ প্রশ্ন ভক্তদের

শুধু তাই নয় নিজের হাত খরচের জন্য জোর করে গিরির গা থেকে সমস্ত সোনার গয়না খুলে নিয়েছে রূপ। আর রূপের  মতোই তার মা শালিনী। আগামী পর্বেই দেখা যাবে গিনি রূপের কাছে যখন জানতে চাইবে সে তাকে বিয়েটা কেন করেছে? তখন সমস্ত সত্যি কথা জানিয়ে দিয়ে রূপ বলবে প্রতিদিন বিভিন্ন ক্যারেক্টারের মেয়েদের সাথে এক্সপেরিয়েন্স করতে তার  ভালো লাগে। কিন্তু যখন তার বাবা জেনে যায় তার সাথে গিনির সম্পর্ক রয়েছে তখন তিনি গিনির সাথে বিয়ে করার শর্ত দিয়েছিলেন।

আরও পড়ুনঃ হারানোর ভয়ে দীপাকে চড় লাবণ্যর! মন্দিরে ছুরি হাতে মিশকা, টিভির আগেই ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,গিনি,Gini,রূপ,Rup,শালিনী,Shalini,আসন্ন পর্ব,Upcoming Episode

রূপ এদিন গিনিকে স্পষ্ট জানিয়ে দেয় টাকার জন্যই সে গিনিকে বিয়ে করেছে। সত্যিটা জানতে পেরে কথা হারিয়ে ফেলে  গিনি। তখন রূপের মা এসে গিনিকে বলে যে তাদের আজকে একটা পার্টিতে যেতে হবে। তাই তিনি মেকআপ করে গিনির গায়ের সমস্ত কাটা দাগগুলো সুন্দর করে ঢেকে দেবেন।

সেইসাথে এদিন  তিনি গিনিকে সাবধান করে দেন পার্টিতে গিয়ে সে যেন কোনোভাবে রূপের বিষয়ে একটাও কথা না বলে।  সেই সাথে রীতিমতো ধমক দিয়ে তিনি গিনিকে বলেন যদি রূপের ব্যাপারে কোনোভাবে সে মুখ খোলার চেষ্টা করে, তাহলে রূপের মতো তিনিও নাকি খারাপ হয়ে যাবেন। মা ছেলের এই জঘন্য রূপ দেখে গিনি বাকরুদ্ধ হয়ে যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥