• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই দুঃসংবাদ, রহস্যজনক দুর্ঘটনায় প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা, শোকের ছায়া বলিউডে

Published on:

3 Idiots fame actor Akhil Mishra dies in an accident

3 Iditots Actor Passed Away : বলিউডের (Bollywood) ইতিহাসের একটি কাল্ট ক্ল্যাসিক ছবি হল ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots)। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার কাস্টিং ছিল চোখধাঁধানো। সেই জন্যই মুখ্য চরিত্রের পাশাপাশি পার্শ্বচরিত্রে অভিনয় করা তারকারাও দর্শকমনে আলাদা করে ছাপ ফেলতে সক্ষম হয়েছিলেন। চতুর, মিলিমিটার থেকে শুরু করে লাইব্রেরিয়ান দুবে (Librarian Dubey) প্রত্যেককে এখনও মনে আছে সিনেপ্রেমী মানুষদের।

সম্প্রতি সেই ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই অভিনেতাই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন জনপ্রিয় অভিনেতা অখিল মিশ্র (Akhil Mishra)। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় লাইব্রেরিয়ান দুবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অখিলের অকালমৃত্যুতে (Death) শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউডে।

3 Idiots Librarian Dubey, Akhil Mishra death

সূত্রের খবর, ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা রান্নাঘরে কাজ করেছিলেন। সেই সময়ই দুর্ভাগ্যবশত পা পিছলে পড়ে যান তিনি এবং প্রয়াত হন। তবে এখনও পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ পরিষ্কার নয়। ইতিমধ্যেই পুলিশ অখিলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। তবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় অভিনেতা একাই ছিলেন। তাঁর স্ত্রী তাঁর সঙ্গে ছিলেন না।

আরও পড়ুনঃ পরান বন্দোপাধ্যায় ছাড়া অচল বাংলা সিনেমা! ‘টনিক করার পরেই টনক নড়েছে’, বলছেন অভিনেতা

প্রসঙ্গত, ‘থ্রি ইডিয়টস’ সিনেমার লাইব্রেরিয়ান দুবে এক জার্মান অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। তাঁর নাম হল সুজান বার্নার্টক। স্বামীর মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়েছেন তিনি। সুজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক নামী সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘আমার মন ভেঙে গিয়েছে। আমার জীবনসঙ্গী আমায় ছেড়ে চলে গিয়েছে’। শোনা যাচ্ছে, দুর্ঘটনার সময় সুজান একটি প্রোজেক্টের জন্য হায়দ্রাবাদে ছিলেন। তবে স্বামীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই ছুটে আসেন তিনি।

আরও পড়ুনঃ দর্শকদের অপেক্ষা সার্থক, প্রকাশ্যে সূর্য-দীপার ভালোবাসার মহাপর্ব, প্রোমো না দেখলেই চরম মিস

3 Idiots Librarian Dubey, Akhil Mishra death

অখিলের কাজের নিরিখে বলা হলে, তিনি একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন। ‘থ্রি ইডিয়টস’ ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘ডন’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’র মতো ছবি। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয়ের পর। চরিত্রটি ছোট হলেও প্রশংসিত হয়েছিল অখিলের অভিনয়। এছাড়াও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘উত্তরণ’এ উমেদ সিং বুন্দেলার চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥