• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দায় ফিরছেন অভিষেক চট্টোপাধ্যায়! স্বামীর স্মৃতিতে আবেগপ্রবণ স্ত্রী সংযুক্তা

Published on:

Tollywood actor Abhishek Chatterjee again on television

Abhishek Chatterjee comeback in television: কথাতেই আছে শিল্পীরাও মৃত্যুর পরেও জীবিত থাকেন তাঁদের কাজের মধ্যে দিয়ে। বাংলা সিনেমা জগতের এমনই একজন উজ্জ্বল নক্ষত্র হলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। তাই প্রয়াণের পর আজও তাঁকে মনে রেখেছেন অগণিত ভক্ত। মৃত্যুর পর এখন তাঁকে আবার দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায়। আসলে ইদানিং স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে বেশ কিছু পুরনো সিরিয়াল।

এমনই একটি জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাগুন বউ’ (Phagun Bou)।  এই ধারাবাহিকে নায়িকা ঐন্দ্রিলার বাবার চরিত্রে দেখা গিয়েছিল অভিষেক চট্টোপাধ্যায়কে। একটানা, ১৮ মাস রমরমিয়ে  চলেছিল এই ধারাবাহিক। দেখতে দেখতে পার হয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময়। ২০২২ সালের ২৪ মার্চ আচমকাই  প্রয়াত হয়েছেন বাংলা সিনেমার কার্তিক ঠাকুর বলে পরিচিত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,অভিষেক চ্যাটার্জী,Abhishek Chatterjee,সংযুক্ত চ্যাটার্জী,Sanjukta Chatterjee,সাইনা চ্যাটার্জী,Saina Chatterjee,আবেগপ্রবণ,Emotional

অভিনেতার প্রয়াণের পর এখন স্বামীর স্মৃতিটুকুই আঁকড়ে ধরে দিন কাটাচ্ছেন তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। সংযুক্তা এখন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অন্যদিকে সাইনা এখন ব্যস্ত নিজের পড়াশোনা নিয়ে। তবে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু  সংযুক্তা এবং সাইনার মনে আজও উজ্জ্বল উপস্থিতি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

আর এখন আবার টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। পুরনো সিরিয়ালে প্রিয় অভিনেতাকে আবার দেখতে পেয়ে অভিনেতার পরিবারের মতোই আপ্লুত অভিনেতার অসংখ্য অনুরাগীরাও। এতদিন পর আবার প্রিয় অভিনেতাকে ছোট পর্দায় দেখে কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

আরও পড়ুনঃ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন ছেড়েছিলেন ‘বয়েই গেলো’? অতীতের তিক্ত অভিজ্ঞতা ফাঁস করলেন বাসবদত্তা

Phagun Bou fame Vikram Oindrila come back again on television

আরও পড়ুনঃ লাবণ্য থেকে দ্যুতি, নেগেটিভ থেকে পজেটিভ হয়েই জনপ্রিয়তা পেয়েছেন এই ৫ টেলি অভিনেত্রী

প্রয়াত স্বামীকে আরো একবার টিভির পর্দায় দেখে কি প্রতিক্রিয়া অভিষেকের স্ত্রী সংযুক্ত চট্টোপাধ্যায়ের? তা জানতে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা স্ত্রীর সাথে। এ প্রসঙ্গে এদিন সংযুক্তা বলেছেন ‘ওঁকে  মনে পড়াই তো স্বাভাবিক। ওর মতো ভাল মানুষ, ভাল অভিনেতাকে মনে পড়বেই তো। আমাদের তো সর্ব ক্ষণই মনে পড়ে। বাকিদেরও যে মনে পড়ছে, সেটা ভেবে ভাল লাগছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥