• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন ছেড়েছিলেন ‘বয়েই গেলো’? অতীতের তিক্ত অভিজ্ঞতা ফাঁস করলেন বাসবদত্তা

Published on:

All you need to know about Basabdatta Chatterjee

Why Basabdatta Chatterjee left Boyei Gelo : বাংলা বিনোদন জগতের অত্যন্ত সুন্দরী এবং একই সাথে মার্জিত একজন অভিনেত্রী হলেন বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee)। এই অভিনেত্রীকে বেশিরভাগ সময় দর্শক টিভির পর্দায় ভালো মেয়ের চরিত্রেই অভিনয় করতে দেখেছেন। তাই তাঁকে দেখলে দর্শকদের মনে ভাসে শুধুই শাড়ি,বিনুনি,ছোট্ট টিপ পরা কোনো এক রাবীন্দ্রিক চরিত্র।  বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে।

এই ধারাবাহিকের হাত ধরেই  বহুদিন পর বাংলা টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী। বাসবদত্তার অভিনয়ের কেরিয়ার শুরু হয়েছিল স্টার জলসার পর্দায় সম্প্রচারিত কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘গানের ওপারে’র হাত ধরে। দর্শকদের অত্যন্ত পছন্দের এই সিরিয়ালটি অভিনেত্রীর মনের ভীষণ কাছের। আর তা শুধুমাত্র প্রথম সিরিয়াল বলেই নয়, এই সিরিয়ালের কারণেই পরিচালক ঋতুপর্ণ ঘোষের মতো মানুষকেও খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল অভিনেত্রীর।

After seeing Kar Kache Koi Moner Kotha audience praise on social media anm

এছাড়া তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগও পেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি ‘জোশ টকস’ -এ  নিজের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের একাধিক অজানা বিষয়ের ঝাঁপি খুলেছিলেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রী জানিয়েছেন খুব ছোটবেলাতেই ক্লাস ফাইভে পড়ার সময় তিনি হারিয়েছিলেন তাঁর বাবাকে। তাঁর বাবা ছিলেন পেশায় একজন সাংবাদিক।বাবাকে দেখেই তাঁর ইচ্ছা হয়েছিল সাংবাদিক হওয়ার। আর সেই বাবাকেই এত অল্প বয়সে হারানো অভিনেত্রীর জীবনে ছিল এক বিরাট বড় ধাক্কা।

যদিও সে সময় অভিনেত্রীকে সারাক্ষণ আগলে রেখেছিলেন তাঁর মা সহ গোটা পরিবার। বাসবদত্তার জানিয়েছেন সে সময় তাঁর  মা তাঁকে মানুষ করার জন্যই চাকরি করেননি। তিনি শুধু চেয়েছিলেন তাঁকে মানুষের মত মানুষ করতে। তাই মায়ের সেই ইচ্ছার প্রসঙ্গ টেনে বাসবদত্তা বলেছেন ‘জানিনা কতটা মানুষ হতে পেরেছি। কিন্তু বখে যায়নি,ভেসে যায়নি!’

আরও পড়ুনঃ লাবণ্য থেকে দ্যুতি, নেগেটিভ থেকে পজেটিভ হয়েই জনপ্রিয়তা পেয়েছেন এই ৫ টেলি অভিনেত্রী

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাসদত্তা চট্টোপাধ্যায়,Basabdatta Chatterjee,জী বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,টিভি অভিনেত্রী,TV Actress,অজানা কথা,Unknown Fact,Tollywood Actress,টলিউড অভিনেত্রী,বয়েই গেলো

প্রসঙ্গত কলেজে পড়ার সময় বাসবদত্তার কাছে সুযোগ এসেছিল ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে সিরিয়ালের। এই সিরিয়ালের জনপ্রিয়তা লাভের পর বাসবদত্তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বয়েই গেল’। এই ধারাবাহিকের মতো জনপ্রিয়তা আর কোন সিরিয়ালে পাননি অভিনেত্রী।

আরও পড়ুনঃ সিরিয়াল থেকে সোজা সিনেমার নায়িকা, বাকিদের থেকে কেন পিছিয়ে ‘নিম ফুলের মধু’র পর্ণা?

কিন্তু সিরিয়ালটি করার এক বছরের মধ্যেই তিনি কিছু কারণবশত সেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। যদিও তারপর অভিনেত্রীকে অনেক কথা শুনতে হয়েছিল। অনেকেই নাকি বলতে শুরু করেছিলেন বাসবদত্তা নাকি এখন আর অভিনয় করবেন না। যদিও সেটা তিনি নিজেই জানতেন না। তাই নিন্দুকদের সমস্ত সমালোচনার পরেও অন্য একটা প্রজেক্টে সাইনও করেছিলেন তিনি।  তাই এদিন অভিনেত্রী জানিয়েছেন এই ভাবেই লোকে অনেক কথা বলে ঠিকই, তিনি সেটা শোনেনও কিন্তু তিনি করেন সেটাই যেটা তাঁর নিজের মন চায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥