• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাবণ্য থেকে দ্যুতি, নেগেটিভ থেকে পজেটিভ হয়েই জনপ্রিয়তা পেয়েছেন এই ৫ টেলি অভিনেত্রী

Published on:

5 bengali actress who turns negative to positive character

সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ইদানিং রোজকার বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে বাংলা সিরিয়াল (Bengali Serial)।  সিরিয়াল গুলিতে নায়ক নায়িকার মতোই সমান গুরুত্ব পেয়ে থাকে থাকেন সিরিয়ালের খলনায়করা (Villein)। বাংলা সিরিয়ালের ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে দেখা গিয়েছে চিত্রনাট্যের প্রয়োজনে অনেক চরিত্রই নেগেটিভ থেকে পজেটিভ চরিত্র হয়েই পেয়েছেন বিরাট সাফল্য। আজ বংট্রেন্ডের পাতায়  থাকছে এমনই পাঁচ জন জনপ্রিয় টেলি অভিনেত্রীদের তালিকা।

লাবণ্য (Labonyo): এই তালিকায় প্রথমেই রয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের লাবণ্য সেনগুপ্ত। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র। প্রথম থেকে সিরিয়ালটি যারা দেখছেন তাঁরা জানেন এই ধারাবাহিকের শুরুর দিকে লাবণ্য সেনগুপ্তকে নেগেটিভ চরিত্রে দেখানো হয়েছিল। যে কিনা কালো রং সহ্য করতে পারতো না। তাই এখনকার নয়নের মণি  দীপাকে গায়ের রঙের জন্য অনেক অপমানও করেছিলসে। কিন্তু সময়ের সাথে সাথে এখন তার মধ্যে এসেছে বিরাট বদল। আর এখন তাঁর এই চরিত্রটি হয়ে উঠেছে এই সিরিয়ালের অন্যতম শক্তিশালী একটি পজিটিভ চরিত্র।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,পসিটিভ চরিত্র,Positive Role,খলচরিত্র,Negative Role,লাবণ্য,Labonyo,উর্মি,Urmi,দ্যুতি,Dyuti,সুহানা,Suhana,শৈল মা,Shaila Ma

উর্মি (Urmi): এরপরই রয়েছে এই একই সিরিয়ালের আরও একজন অভিনেত্রী উর্মি। দীপার সৎ বোন উর্মিকেও সিরিয়ালের প্রথম থেকে খলনায়িকা হিসেবেই দেখা গিয়েছে। কিন্তু ইদানিং ছেলে হওয়ার পর থেকে উর্মির চরিত্রে এসেছে দারুন পরিবর্তন। খলনায়িকা থেকে নায়িকা দীপার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম হয়ে উঠেছে সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,পসিটিভ চরিত্র,Positive Role,খলচরিত্র,Negative Role,লাবণ্য,Labonyo,উর্মি,Urmi,দ্যুতি,Dyuti,সুহানা,Suhana,শৈল মা,Shaila Ma

দ্যুতি (Dyuti): এরপর এই তালিকায় রয়েছেন ‘গাঁটছড়া’ সিরিয়ালের দ্যুতি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ধারাবাহিকের শুরুর দিকে দেখা গিয়েছিল খড়ির দিদি দ্যুতি খড়ির সাথেই অনেক শয়তানি করেছিল। কিন্তু এই দ্যুতিই এখন নেগেটিভ থেকে পুরোপুরি পজিটিভ একটি চরিত্রে পরিণত হয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,পসিটিভ চরিত্র,Positive Role,খলচরিত্র,Negative Role,লাবণ্য,Labonyo,উর্মি,Urmi,দ্যুতি,Dyuti,সুহানা,Suhana,শৈল মা,Shaila Ma

সুহানা (Suhana): এছাড়াও তালিকায় রয়েছেন ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের সুহানা। ধারাবাহিকে এই  চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। প্রথম দিকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল তাকেও। কিন্তু বর্তমানে সুহানাও নায়িকা ইন্দিরার ভালো দিদি হয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,পসিটিভ চরিত্র,Positive Role,খলচরিত্র,Negative Role,লাবণ্য,Labonyo,উর্মি,Urmi,দ্যুতি,Dyuti,সুহানা,Suhana,শৈল মা,Shaila Ma

শৈল মা (Shaila Ma): এছাড়াও এই তালিকায় উল্লেখ করা যায় ‘গৌরী এলো’ সিরিয়ালের শৈলমা অভিনেত্রী চন্দ্রেয়ী ঘোষের নাম। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন শৈলমা ভালো হওয়ার চেষ্টা করলেও তার বাবা অর্থাৎ ছোট দাদু সমানে তাকে নিজের দলে টেনে সেই পুরনো ছলচাতুরির দিকেই  ঠেলে দিচ্ছে তাকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,পসিটিভ চরিত্র,Positive Role,খলচরিত্র,Negative Role,লাবণ্য,Labonyo,উর্মি,Urmi,দ্যুতি,Dyuti,সুহানা,Suhana,শৈল মা,Shaila Ma

কিন্তু ইদানিং বেশ কিছুটা হলেও পরিবর্তন এসেছে তার মনে। যার প্রমাণ মিলেছে গত পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥