• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখের ‘জওয়ান’কে টেক্কা! ওপেনিংয়ে কত কোটি তুলল সালমানের Tiger 3? রইল বক্স অফিস কালেকশন

Updated on:

Tiger 3 First Day Box Office Collection hit or flop

দীর্ঘ অপেক্ষা শেষে দীপাবলির আবহে রিলিজ করলো ‘টাইগার ৩’ (Tiger 3)সলমন খান (Salman Khan)ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত এই সিনেমার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে ছিলেন দর্শকরা। এতদিনের অপেক্ষার পর অবশেষে ১২ নভেম্বর রিলিজ করলো এই ছবি।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি এটি। টাইগার-জোয়া তথা সলমন-ক্যাটরিনা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ইমরান হাশমি। ভিলেনের চরিত্রে হাজির হয়েছেন বলিপাড়ার ‘কিসিং গড’। আজকের প্রতিবেদনে ‘টাইগার ৩’র চোখ ধাঁধানো বক্স অফিস কালেকশন (Box Office Collection) তুলে ধরা হল৷

Salman Khan Katrina Kaif in Tiger 3

দীপাবলির আবহে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘টাইগার ৩’। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, প্রথমদিনেই ভারতের বক্স অফিসে ৪৪.৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। সাম্প্রতিক অতীতে সলমনের বাকি যে কোনও ছবির থেকে এটা যে অনেকটাই বেশি তা আর আলাদা করে বলে দিতে হয় না।

আরও পড়ুনঃ ‘বাঘা যতীন’র পর মহানায়ক, সত্যজিৎ রায়ের ছবির রিমেকে উত্তম কুমার হচ্ছেন দেব!

‘টাইগার ৩’র প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, দ্বিতীয় দিনেও ভালো টাকা আয় করবে সলমনের সিনেমা। সোমবার এই ছবি প্রায় ৩০-৩৫ কোটি টাকা কামাবে বলে মত সিনেবিশেষজ্ঞদের। এখন অপেক্ষা আগামী দিনে কতটাকা আয় করে ‘টাইগার ৩’ সেটা দেখার।

আরও পড়ুনঃ নিককে জামাই হিসাবে মানতেই চাননি প্রিয়াঙ্কার মা! বিয়ের ৫ বছর পর বোমা ফাটালেন অভিনেত্রী

প্রসঙ্গত, সলমনের ‘টাইগার’ ফ্র‍্যাঞ্চাইজির তৃতীয় ছবি হল ‘টাইগার ৩’। এই ছবি পরিচালনা করেছেন মনীষ শর্মা। সলমন, ক্যাটরিনা, ইমরান ছাড়াও এই ছবিতে ক্যামিও রোলে দেখা গিয়েছে শাহরুখ খানকে। ‘পাঠান’র পর ফের এই সিনেমায় শাহরুখ-সলমন যুগলবন্দি দেখতে পেলেন দর্শকরা। কয়েক মিনিট মুখ দেখিয়েই ‘কিং খান’ যে দর্শকদের মন জিতে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥