• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিককে জামাই হিসাবে মানতেই চাননি প্রিয়াঙ্কার মা! বিয়ের ৫ বছর পর বোমা ফাটালেন অভিনেত্রী

Published on:

Priyanka Chopra mother Madhu Chopra was in doubt with Nick Jonas before

দেখতে দেখতে ৫ বছর হতে চললো বলিউড (Bollywood) অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) সাত পাকে বাঁধা পড়েছেন। ‘দেশি গার্ল’কে বিয়ে করে মার্কিন পপ তারকা নিক জোনাস (Nick Jonas) ন্যাশানাল ‘জিজু’ হয়ে গিয়েছেন। ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজকীয়ভাবে গাঁটছড়া বেঁধেছিলেন তারকাজুটি। তবে আপনি কি জানেন, নিককে প্রথমে মেনে নিতে পারছিলেন না প্রিয়াঙ্কার মা।

বিদেশি জামাইকে নিয়ে কিছুটা সংশয় ছিল মধু চোপড়ার (Madhu Chopra) মনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন তিনি। জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার মা বলেন, নিক যে ছেলে হিসেবে খুব ভালো তা তাঁর জানা ছিল। তবে প্রিয়াঙ্কার স্বামী হিসেবে গায়ক কেমন হবেন তা তাঁর জানা ছিল না।1

Priyanka Chopra with her mother Madhu Chopra

মেয়ে বিয়ে করে আদৌ সুখী হবে তো? সন্তানের বিয়ের আগে প্রায় প্রত্যেক মায়ের মনেই উঁকি দেয় এই প্রশ্ন। মধুও ব্যতিক্রম ছিলেন না। প্রিয়াঙ্কার বিয়ের আগে তাঁর মনেও উঁকি দিয়েছিল এই আশঙ্কা। যে কারণে নাকি রীতিমতো ‘অগ্নিপরীক্ষা’ দিতে হয়েছিল নিককে!

আরও পড়ুনঃ রূপে গুণে টেক্কা দিতে পারেন টলি নায়িকাদের! প্রসেনজিৎ কন্যা প্রেরণাকে চেনেন? দেখুন ছবি

মধু জানান, নিক আদৌ প্রিয়াঙ্কার জন্য যোগ্য কিনা তা জানার জন্য গায়কের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন তিনি। সেই দিনটা যে নিকের জন্য বেশ কঠিন ছিল তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে হবু জামাইয়ের সঙ্গে কথা বলেই নাকি মধু বুঝে গিয়েছিলেন, তিনিই প্রিয়াঙ্কার জন্য একেবারে আদর্শ।

আরও পড়ুনঃ ক্লাস নাইনে প্রেগন্যান্ট থেকে MMS লিক! রইল করিনা কাপুর খানের কেচ্ছাময় জীবনের ৭ অজানা কাহিনী

Priyanka Chopra mother Madhu Chopra on Nick Jonas

‘দেশি গার্ল’র মা জানান, নিককে নিয়ে তাঁর মনে সংশয় খুব কম সময়ের জন্য এসেছিল। তিনি নিজেকে বুঝিয়েছিলেন, মেয়ের সঙ্গে যখন ইচ্ছা দেখা করতে পারবেন তিনি। একই সাক্ষাৎকারে মধু বলেন, নিককে নিয়ে তাঁদের পরিবারে কোনও প্রকার সমস্যা হয়নি। কারণ তাঁরা দীর্ঘদিন আমেরিকায় ছিলেন। মানসিকতার দিক থেকে তাই কোনও প্রবলেম তাঁদের ছিল না।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিয়ে করার পর ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মুখ দেখে নিক-প্রিয়াঙ্কা। খুদের নাম রেখেছে মালতী মেরি চোপড়া জোনাস। এখন নাতনিকে নিয়ে বেশ ভালোই সময় কেটে যায় মধুর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥