Zee Bangla Serial Ending Soon : কোনও ধারাবাহিক (Bengali Serial) কতদিন চলবে তা নির্ধারণ করে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) বা টিআরপি (TRP)। রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে সিরিয়াল চলতে থাকে। কিন্তু টিআরপি যদি কম হয় তাহলে কয়েক মাসের মধ্যেই পথচলা শেষ হয়ে যায়। সাম্প্রতিক অতীতে স্টার জলসা, জি বাংলার (Zee Bangla) একাধিক সিরিয়াল কয়েক মাসের মধ্যেই শেষ (End) হয়ে গিয়েছে। এবার সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে আরও একটি নাম!
শীঘ্রই জি বাংলার পর্দায় একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালি মণ্ডল এবং অনুভব কাঞ্জিলালের নতুন সিরিয়াল ‘মিলি’র (Mili) প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। শোনা যাচ্ছে, শীঘ্রই সম্প্রচার শুরু হবে ‘মিলি’র। আর এই সিরিয়ালকে স্থান করে দিতেই আচমকা বন্ধ হয়ে যাচ্ছে পুরনো একটি ধারাবাহিক।
গত কয়েক মাসে জি বাংলার পর্দায় একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। সেই জন্য ‘মিঠাই’, ‘সোহাগ জল’ সহ বেশ কয়েকটি ধারাবাহিক বন্ধ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। এবার সেই তালিকাতেই নাকি জুড়তে চলেছে ‘মুকুট’র (Mukut) নাম। ইতিমধ্যেই ধারাবাহিকটির অন্তিম সম্প্রচারের সম্ভাব্য দিনক্ষণও প্রকাশ্যে এসে গিয়েছে।
আরও পড়ুনঃ TRP তুলতে ভাঙবে দুই বোনের সম্পর্ক! সন্ধ্যা-আকাশকে আলাদা করতে এবার ভিলেন রূপে ফিরছে তারা
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল বিষয়ক একটি গ্রুপে এই নিয়ে পোস্ট করেছেন একজন নেটিজেন। ‘মুকুট’ শেষ হওয়ার খবর দিয়ে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। এই মাসেই শেষ হয়ে যাচ্ছে ‘মুকুট’। ১০০% পাকা খবর’। এই মাসে শেষ হবে জানালেও, কোন দিন অন্তিম পর্ব সম্প্রচারিত হবে তা অবশ্য জানাননি সংশ্লিষ্ট নেটাগরিক।
আরও পড়ুনঃ ঘুরতে গিয়েই বেড়েছে সাহস, মন্দারমণি গিয়ে কি ঘটাল ‘পুতুল’? ভাইরাল শিমুলের ননদের কান্ডকারখানা
প্রসঙ্গত, মাস খানেক ধরেই ‘মুকুট’ শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। শ্রাবণী ভুঁইয়া অভিনীত এই সিরিয়াল শুরু থেকেই টিআরপি তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি। সেই জন্যই নাকি এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
তবে সোশ্যাল মিডিয়ায় ‘মুকুট’ শেষ হওয়া নিয়ে জোর চর্চা চললেও নির্মাতা কিংবা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। আপাতত সেই ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন সিরিয়ালপ্রেমী দর্শকরা।