• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তুলতে ভাঙবে দুই বোনের সম্পর্ক! সন্ধ্যা-আকাশকে আলাদা করতে এবার ভিলেন রূপে ফিরছে তারা

বাংলা সিরিয়ালের (Bengali Serial) তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে একেবারে ভিন্ন ধরণের কনসেপ্ট নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটি। দুই বোনের মধ্যেকার ভালোবাসাই ছিল এই ধারাবাহিকের মূল আকর্ষণ। দিদির মুখে হাসি ফোটানোর জন্য নিজের ভালোবাসার বলিদান পর্যন্ত দিয়ে দিয়েছিল তারা (Tara)। দুই বোনের এই মিষ্টি সম্পর্ক দেখে জুড়িয়ে গিয়েছিল দর্শকদের মন। তবে এবার সেই সম্পর্কই ভাঙতে চলেছে! কারণ এবার ভিলেন (Villain) হিসেবে ফিরতে চলেছে তারা!

‘সন্ধ্যাতারা’র নিয়মিত দর্শকরা জানেন, আকাশনীল (Akashneel) তারাকে ভালোবাসে। তবে বিয়ের আগে তারা তাকে ছেড়ে দেওয়ায় মায়ের পছন্দ করা পাত্রী সন্ধ্যার (Sandhya) সঙ্গে সাত পাক ঘোরে সে। একপ্রকার বাধ্য হয়ে সন্ধ্যাকে বিয়ে করলেও এখনও তারাকেই ভালোবাসে আকাশনীল। সেই জন্য মাঝেমধ্যেই নানান বাহানায় কলকাতায় যেতে চায় সে।

   

Sandhyatara, Sandhyatara Tara and Akashneel

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, সন্ধ্যাকে ডিভোর্সের কথা বলতে চাইছে আকাশনীল। কিন্তু সন্ধ্যা কিছুতেই তা শুনতে চাইছে না। শেষমেষ কোনও মতে সন্ধ্যাকে ধরে ডিভোর্সের কথা বলে দেয় আকাশনীল। এসবের মাঝেই এবার শোনা যাচ্ছে, মেজদির সংসার ভাঙতে এবার খলনায়িকার রূপ ধারণ করতে চলেছে তারা।

আসলে সন্ধ্যা এবং আকাশনীলের বিয়ের পর থেকে তারাকে সেভাবে সিরিয়ালে দেখা যায়নি। ধারাবাহিকে দেখানো হয়েছে, মেজদির বিয়ের পর সে কলকাতায় ফিরে গিয়েছে। এরপর সিরিয়াল থেকে একপ্রকার গায়েব হয়ে গিয়েছে তারা চরিত্রটি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, শীঘ্রই ফের আকাশনীলের জীবনে এন্ট্রি নেবে তারা।

Sandhyatara, Sandhyatara serial Tara and Akashneel

আসলে ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, সন্ধ্যাকে ডিভোর্স দেওয়ার জন্য একেবারে উঠেপড়ে লেগেছে আকাশনীল। আর তা দেখেই দর্শকদের একাংশের অনুমান, এবার হয়তো ফের তারাকে দেখানো হবে সিরিয়ালে। সেই সঙ্গেই কেউ কেউ এও দাবি করছেন, টিআরপি তালিকায় ঝড় তুলতে হয়তো তারাকে ভিলেন হিসেবেও এবার দেখাতে পারেন নির্মাতারা। তাহলে কি সত্যি সত্যিই প্রাণের চেয়ে প্রিয় মেজদির সংসারে ঝড় তুলতে দেখা যাবে তারাকে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।