• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘুরতে গিয়েই বেড়েছে সাহস, মন্দারমণি গিয়ে কি ঘটাল ‘পুতুল’? ভাইরাল শিমুলের ননদের কান্ডকারখানা

Published on:

Kar Kache Koi Moner Kotha Putul AKA Sritama Bhattacharjee latest Instagram post grabs everyone’s attention

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। একাধিক হিট সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। নেগেটিভ হোক বা পজেটিভ, সব ধরণের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন শ্রীতমা। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’য় (Kar Kache Koi Moner Kotha) দেখা যাচ্ছে তাঁকে।

মানালি দে, দ্রোণ মুখোপাধ্যায় অভিনীত এই সিরিয়ালে (Bengali Serial) পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা। নায়িকা শিমুলের (Shimul) হাবাগোবা ননদ পুতুলের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তবে সাইড রোল হলেও ইতিমধ্যেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে পুতুল (Putul)। বোকা-সোকা হলেও শিমুলের ননদের মনটা যে ভীষণ ভালো তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন সকলে। শীঘ্রই শিমুল এবং তার বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাবে সে।

Kar Kache Koi Moner Kotha Putul, Sritama Bhattacharjee

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, দুই ছেলের বিরুদ্ধে গিয়ে শিমুলের শাশুড়ি শিমুল এবং পুতুলকে ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছেন। এবার সুচরিতা, বিপাশা, শীর্ষাদের সঙ্গে সমুদ্রে ঘুরতে যাবে দু’জনে। সদ্য মন্দারমণিতে (Mandarmani) গিয়ে শ্যুটিং সম্পূর্ণ করে এসেছেন মানালি-শ্রীতমারা। আর সেখানেই একেবারে ‘ডেয়ারিং মুডে’ দেখা গেল পর্দার পুতুলকে।

আরও পড়ুনঃ আচমকাই ‘কার কাছে কই মনের কথা’ ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী! মাথায় বাজ দর্শকদের

Kar Kache Koi Moner Kotha Putul, Sritama Bhattacharjee

কয়েকদিনের মধ্যেই মন্দারমণির শ্যুটিংয়ের দৃশ্য পর্দায় দেখতে পাবেন দর্শকরা। তবে তার আগে সফরের বেশ কিছু ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সম্প্রতি শ্রীতমা নিজের ইনস্টাগ্রামে (Instagram) একটি মজার পোস্ট শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ডাবে চুমুক দিচ্ছেন তিনি। তবে শুধু এটুকুই নয়, ডান হাতে আবার একটি বড় মাছও ধরে রেখেছেন শ্রীতমা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অভিনেত্রীর এই পোস্ট নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ মেঘকে মৃত্যুর মুখে ঠেলে দিল ময়ূরী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র টানটান উত্তেজনার পর্ব


প্রসঙ্গত, ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি শুরুর পর থেকেই দর্শকদের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। শাশুড়ি-বৌমার এমন তিক্ত সম্পর্ক অনেকেই মেনে নিতে পারছেন না। পুরনো পন্থার এমন শাশুড়ির চরিত্র কেন পর্দায় দেখানো হচ্ছে? এই প্রশ্নও তুলেছিলেন অনেকে। দর্শকদের চাপে পড়ে নির্মাতারা এখন অবশ্য শিমুল এবং তার শাশুড়ির সম্পর্কের সমীকরণ বদলাচ্ছেন। আর এভাবেই আস্তে আস্তে দর্শকদের মনেও স্থান করে নিচ্ছে মানালি-শ্রীতমাদের সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥