• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP কমতেই প্যাকআপ, হয়ে গেল শেষ শুটিং, বন্ধ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল 

Updated on:

This Zee Bangla popular Bengali serial might end soon due to lack of TRP

টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়ালের (Bengali Serial) আনাগোনা যেন থামার নামই নিচ্ছে না। সাম্প্রতিক অতীতে স্টার জলসা, জি বাংলার (Zee Bangla) পর্দায় একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। সেই সঙ্গেই কপাল পুড়েছে পুরনো জনপ্রিয় সিরিয়ালগুলির। চলতি বছর যেমন ‘মিঠাই’, ‘এক্কা দোক্কা’, ‘সোহাগ জল’ সহ একাধিক জনপ্রিয় মেগার পথচলা শেষ (End) হয়েছে। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে আরও একটি নাম।

কোনও সিরিয়াল কতদিন চলবে তা নির্ধারণ করে টিআরপি (TRP)। রেটিং ভালো থাকতে বছরের পর বছর চলতে থাকে একটি মেগা। আর টিআরপি কমলেই কোপ পড়ে সেই ধারাবাহিকের ওপর। বর্তমানে সিরিয়াল শুরু হওয়ার ২-৩ মাসের মধ্যে সেটি শেষ করে দিতেও দ্বিধা বোধ করেন না নির্মাতারা। এখন যেমন শোনা যাচ্ছে, টিআরপির অভাবে শীঘ্রই শেষ হতে চলেছে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক।

Gouri Elo and Khelna Bari, Zee Bangla Bengali serial

এই মুহূর্তে জি বাংলার বহু সিরিয়াল টিআরপির অভাবে ধুঁকছে। প্রত্যেক সপ্তাহে বেঙ্গল টপারের শিরোপা দখল করছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। তাই শোনা যাচ্ছে, টিআরপি তালিকায় ঝড় তুলতে ফের নতুন ধারাবাহিক নিয়ে আসছে জি বাংলা। যে কারণে অকালেই পথচলা শেষ হচ্ছে জনপ্রিয় এক সিরিয়ালের।

আরও পড়ুনঃ চাইনা ডিভোর্স, পর্ণাকে সৃজন কাছে টানতেই বাবুউউর মা শকড! টিভির আগেই ফাঁস ফাটাফাটি পর্ব

প্রথমে শোনা গিয়েছিল, ‘ইচ্ছে পুতুল’র পথচলা শেষ হতে চলেছে। তবে গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় কামাল দেখিয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে ফেলেছে মেঘ-ময়ূরীরা। তাই এখন গুঞ্জন শোনা যাচ্ছে, ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ মিশকাকে আদালতে এনে সূর্যকে নির্দোষ প্রমাণ করল দীপা! টিভির আগেই ফাঁস আজকের ধামাকা পর্ব

Khelna Bari, Khelna Bari time slot change, Khelna Bari end

এক সময় টিআরপি তালিকায় রাজত্ব করতো ইন্দ্র-মিতুলের সিরিয়াল। প্রথম পাঁচে ধরাবাঁধা থাকতো তাদের স্থান। তবে সময়ের সঙ্গেই তলানিতে এসে ঠেকেছে ধারাবাহিকের টিআরপি। সেই জন্যই নাকি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, খুব তাড়াতাড়িই ‘খেলনা বাড়ি’র অন্তিম সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করে দেবে জি বাংলা। পরিবর্তে শুরু হবে নতুন ধারাবাহিক। কানাঘুষো শোনা যাচ্ছে, নতুন মেগার হাত ধরে অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা নাকি ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন। এবার দেখা যাক, এই গুঞ্জন আদৌ সত্যি হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥