• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকাকে আদালতে এনে সূর্যকে নির্দোষ প্রমাণ করল দীপা! টিভির আগেই ফাঁস আজকের ধামাকা পর্ব

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Mishka admits her mistakes in front of the court

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটির (Bengali Serial) প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। সূর্য, দীপা এবং মিশকার জীবনের টানাপোড়েন এখন একেবারে চরমে উঠেছে। আর সেটাই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা। একদিকে দীপা নিজের সিঁদুরের জোরে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, অপরদিকে মিশকা নিজের বুদ্ধির জোর দেখাচ্ছে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, মিশকাকে (Mishka) খুনের অপবাদে সূর্য (Surjya) এখন জেল বন্দি। খুনির তকমা লেগেছে তার গায়ে। অন্যদিকে মিশকা সবার চোখে ধুলো দিয়ে ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেরাচ্ছে। তবে এবার তার পর্দাফাঁস হতে চলেছে। কারণ আদালতের সামনে তাকে হাজির করাতে চলেছে দীপা (Deepa)

Anurager Chhowa, Anurager Chhowa Mishka in Court

‘অনুরাগের ছোঁয়া’র আজকের পর্বে দেখতে পাবেন, মূল সাক্ষ্য প্রমাণ হিসেবে খোদ মিশকাকে আদালতে হাজির করবে দীপা। যার খুনের মামলা চলছে তাকে সশরীরে দেখে অবাক হয়ে যায় প্রত্যেকেই। নিজেদের ভুল বুঝে সূর্য-মিশকার স্যার থেকে শুরু করে তাদের সহকর্মী প্রত্যেকে ক্ষমা চেয়ে নেয়।

আরও পড়ুনঃ গিনির অশ্লীল ভিডিও ফাঁসের হুমকি দিচ্ছে জানোয়ার রূপ, টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তুলকালাম পর্ব

এরপর মিশকাকে কাঠগড়ায় তোলা হয়। তখন সে নিজের মুখে যাবতীয় দোষ স্বীকার করে নেয়। এতকিছু করার পরেও অবশ্য তার মধ্যে কোনও অনুশোচনা বোধ নেই। বরং সে আদালতের কাছে বারবার বলে, সে যা করেছে নিজের ভালোবাসা পাওয়ার জন্য এবং যুদ্ধে জয়লাভ করার জন্য করেছে। দীপার সঙ্গে যুদ্ধ করে নিজের ভালোবাসার মানুষ সূর্যকে পাওয়ার জন্যই এত ছলনা করতে হয়েছে বলে জানায় মিশকা।

আরও পড়ুনঃ চাইনা ডিভোর্স, পর্ণাকে সৃজন কাছে টানতেই বাবুউউর মা শকড! টিভির আগেই ফাঁস ফাটাফাটি পর্ব

Anurager Chhowa, Anurager Chhowa Mishka and Deepa in Court

শুধু এটুকুই নয়, নাটকীয়তার মোড়কে সম্পূর্ণ ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টাও করে সে। আদালতে দাঁড়িয়েও মিশকা বলতে থাকে, তার গর্ভে সূর্যর সন্তান রয়েছে। কিন্তু সূর্য তাদের অস্বীকার করায় সে এই কাজ করতে বাধ্য হয়। যদিও এরপর আস্তে আস্তে নিজের অতীতের সব অপরাধের কথা স্বীকার করে নেয় সে। পাশাপাশি সেদিন রাতে তার বাড়িতে ঠিক কী ঘটেছিল সেটাও জানায় মিশকা। এবার দেখা যাক, অপরাধীর মুখ থেকে সব কথা শোনার পর তাকে কী শাস্তি দেয় আদালত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥