• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুল বুঝতে পেরে ক্ষমাপ্রার্থী নীল! এবার কি করবে ময়ূরী? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র বিচ্ছেদ স্পেশাল পর্ব

Published on:

Icche Putul Neel wants to go back with Megh upcomming track revealed

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে না পারলেও দর্শকদের মনে কিন্তু জায়গা করে নিয়েছে পাকাপাকি ভাবেই। এই মুহূর্তে এই সিরিয়ালের প্রতিটা পর্ব জুড়েই চলছে টানটান উত্তেজনার পর্ব। মেঘকে নীলের জীবন থেকে পাকাপাকিভাবে সরিয়ে গাঙ্গুলী বাড়ির বউ হয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে ময়ূরী।

ইতিমধ্যেই মেঘ নীলের ডিভোর্সের ডেট এসে গিয়েছে। যা দেখে আনন্দ ধরছেনা নীলের মা মীনাক্ষী দেবীর। তাই ডিভোর্সের ডেট জানার পর সাতসকালে তিনি নিজে এসেই নীলকে জানিয়ে দিয়েছেন এবার তিনি ময়ূরীকে গাঙ্গুলী বাড়িতে পাকাপাকিভাবে নিয়ে আসার জন্য ময়ূরীর মায়ের সাথে কথা বলতে যাবেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ডিভোর্স,Divorce,নীল,Neel,ময়ূরী,Mayuri,Marriage,মিনাক্ষী,Minakhi

এবার মেঘের সাথে নীলের সম্পর্ক পুরোপুরি শেষ হতে চলেছে। আগামি পর্বে দেখা যাবে কলেজে ক্লাস করতে গিয়ে নীলের সাথে কাটানো পুরনো মুহূর্তগুলোর কথা ভেবে চোখে জল এসে যাবে মেঘের। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়াবে নীল।  প্রথমে কোন কথা না বলেই সে মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তখন মেঘ বলবে ‘কি দেখছো নীল?’, তখন নীলও তাকে পাল্টা প্রশ্ন করবে।

আরও পড়ুনঃ ‘এক্কা দোক্কা’ শেষ হতেই সুখবর! নতুন নায়কের সাথে কামব্যাক করছেন সোনামণি, উচ্ছসিত ভক্তরা

এরপর কথায় কথায় মেঘ নীল দুজনেই জানায় খুব কষ্ট হচ্ছে তাঁদের। তখন নীল মেঘকে বলবে ‘আর কি ফিরে আসা যায়না?’ তখন মেঘ বলবে ‘তুমি কি আমার কাছে ফিরে আসতে চাও? তুমি তো সেই আবার আমাকে অবিশ্বাস করবে, আর  অবিশ্বাস থেকে আবার অপমান করবে।’ এরপর মেঘ  ওখান বেরিয়ে আসতে এগিয়ে গেলে নীল তার কাছে আগের দিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইবে।

আরও পড়ুনঃ সূর্যকে পেতে জুন আন্টির কাছে মিশকা! উষসী-অহনার ছবি ভাইরাল হতেই ‘থ’ নেটপাড়া

https://youtu.be/XA5L5M4Vxhg?si=n-kVn75khHmzdO2_

তবে মেঘ নীলকে  কোন কথা বলতে না দিয়ে সেখান দিয়ে চলে যাবে।  অন্যদিকে দেখা যাবে বিয়ের ভাত কাপড়ের সময়ই রূপের আসল চেহারা বেরিয়ে আসবে গিনির সামনে। এদিন সকালেই গলাভর্তি মদ খেয়ে মাতাল  হয়ে বাড়ি ঢুকে সকলের সামনে মাতলামি করবে রূপ। মদ্যপ অবস্থাতাই রূপ বলবে কে গিনি? গিনিকে তো সে বিয়েই করতে চাইনি। ড্যাডের  কথাতেই সে বাধ্য হয়েছিল গিনিকে বিয়ে করতে। তাই এখন দেখার গিনি সত্যি জানার পরেও কি মেঘ নীলের ডিভোর্স হয়ে যাবে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥