• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটা-দুটো নয়, মহালয়ায় দেখা দেবেন তিন মহাদেব, কোন চ্যানেলে কে? রইল পর্দার শিবেদের আসল পরিচয়

Published on:

Mahalaya 2023 these actors will play Lord Shiva Rols in Television Mahisasurmardini Programme

প্রত্যেক বছর মহালয়ায় (Mahalaya) বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এক অলিখিত লড়াই চলে। স্টার জলসা (Star Jalsha), জি বাংলা (Zee Bangla) এবং কালার্স বাংলায় দেবীরূপে কোন অভিনেত্রীদের দেখা যাবে তা নিয়ে জোর চর্চা-আলোচনা চলতে থাকে দর্শকদের মধ্যে। সেই সঙ্গেই মহাদেব-রূপে (Mahadev) হাজির হবেন কোন অভিনেতা তা নিয়েও কৌতুহল থাকে তুঙ্গে। চলতি বছরও এর অন্যথা হয়নি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে এই বছরের মহালয়ার সকল প্রোমো।

স্টার জলসায় যেমন এবার দেবীরূপে দেখা যাবে টলি সুন্দরী কোয়েল মল্লিককে। অপরদিকে জি বাংলায় দুর্গা-রূপে হাজির হবেন ‘জগদ্ধাত্রী’ নায়িকা অঙ্কিতা মল্লিক। আগের বছরের মতো এবারও কালার্স বাংলার মহালয়ায় মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে থাকবেন কোয়েলও। অর্থাৎ এই বছর একইসঙ্গে দুই চ্যানেলে দেবী রূপে ধরা দেবেন টলিপাড়ার ‘মিতিন মাসি’।

Ranojoy Bishnu as Mahadev on Mahalaya 2023

স্টার জলসায় মহাদেব হচ্ছে কে?

স্টার জলসায় দেবী দুর্গা হিসেবে কোয়েলকে দেখা যাবে একথা তো আমরা বলেই দিলাম। এবার প্রশ্ন হল, মহাদেব রূপে দেখা যাবে কাকে? তাহলে বলে রাখি, এই বছর স্টার জলসায় শিব রূপে ধরা দেবেন ‘গুড্ডি’ ধারাবাহিকের অনুজ অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। মহাদেব রূপে পর্দায় তাণ্ডব করতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুনঃ ভুল বুঝতে পেরে ক্ষমাপ্রার্থী নীল! এবার কি করবে ময়ূরী? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র বিচ্ছেদ স্পেশাল পর্ব

জি বাংলায় শিব রূপে ধরা দেবেন এই টেলি অভিনেতা

স্টার জলসার মতো জি বাংলাতেও মহাদেব রূপে দেখা যাবে এক টেলি নায়ককে। প্রথমে শোনা গিয়েছিল, ‘নিম ফুলের মধু’র সৃজন তথা রুবেল দাসকে এই বছর শিবের চরিত্রে দেখা যাবে। কিন্তু তেমনটা হচ্ছে না। বরং এই বছর ‘দুর্গা’ অঙ্কিতার বিপরীতে মহাদেব রূপে দেখা যাবে ‘ফুলকি’ নায়ক অভিষেক বসুকে (Abhishek Bose)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে অভিনেতার লুকের ছবি।

আরও পড়ুনঃ নতুনের ভিড়ে চাপে দীপা-জগদ্ধাত্রী! বেঙ্গল টপার হল কে? নতুন TRP লিস্ট না দেখলে বিশ্বাসই হবে না

Abhishek Bose, Abhishek Bose as Mahadev in Mahalaya 2023

কালার্স বাংলায় শিব রূপে হাজির হবেন কে?

স্টার জলসা, জি বাংলার মতো কালার্স বাংলাতেও জনপ্রিয় এক টেলি অভিনেতাকে মহাদেব রূপে দেখা যাবে। জনপ্রিয় টেলি নায়ক সম্রাট মুখোপাধ্যায়কে (Samrat Mukherjee) এই বছর শিব রূপে পর্দায় তাণ্ডব করতে দেখবেন দর্শকরা।

Samrat Mukherjee as Mahadev in Mahalaya 2023

ইতিমধ্যেই মহাদেব-রূপে তিন অভিনেতার ছবি প্রকাশ্যে এসে গিয়েছে। তিনজনকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। এবার দেখা যাক, মহালয়ার দিন মহাদেব রূপে কোন অভিনেতার পারফরম্যান্স সবচেয়ে বেশি নজর কাড়ে সকলের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥