• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬ মাসেই লালবাতি! জনপ্রিয়তা সত্ত্বেও শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার এই সিরিয়াল, মাথায় বাজ দর্শকদের

গত কয়েক মাসে স্টার জলসার পর্দায় একাধিক নতুন সিরিয়াল (Bengali Serial) শুরু হয়েছে। ‘তুমি আশেপাশে থাকলে’, ‘লাভ বিয়ে আজকাল’র মতো নতুন ধারাবাহিককে স্থান করে দিতে গিয়ে পথচলা শেষ হয়েছে ‘বাংলা মিডিয়াম’, ‘পঞ্চমী’র মতো মেগার। শীঘ্রই আবার শেষ হতে চলেছে ‘গাঁটছড়া’। তবে সিরিয়াল শেষের পরম্পরা এখনই শেষ (End) হচ্ছে না। সেই তালিকায় আরও একটি নাম জুড়তে চলেছে বলে খবর।

স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা- চ্যানেলের নাম যাই হোক না কেন, কোনও সিরিয়াল কতদিন চলবে তা নির্ভর করে টিআরপির ওপর। রেটিংয়ের (TRP) অভাবে গত কয়েক মাসে একাধিক বাংলা সিরিয়ালের সফর শেষ হয়েছে। বর্ষশেষের আগে কপাল পুড়তে চলেছে আরও কয়েকটি মেগার। সম্প্রতি যেমন স্টার জলসার একটি ধারাবাহিক (Serial) শেষের ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়ায়।

   

Star Jalsha Bengali serial Cheeni

জলসার পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘চিনি’ (Cheeni)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী ভট্টাচার্য এবং সোমরাজ মাইতি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই সিরিয়ালের প্রোমো। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ‘চিনি’কে স্থান করে দিতেই শেষ হতে চলেছে জলসার একটি অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল।

আরও পড়ুনঃ অলক্ষ্মী কুটনি মেয়ে! শিমুল না পারলেও প্রতীক্ষার কুটনিগিরি ধরে ফেললো হাবলি পুতুল, ফাঁস দুর্ধর্ষ পর্ব

গুঞ্জন ছড়িয়েছে, ইন্দ্রাণী-সোমরাজের ধারাবাহিককে ৭:৩০টা কিংবা ৮:০০টার স্লটে দেওয়া হতে পারে। এই মুহূর্তে এই দুই স্লটে সম্প্রচারিত হচ্ছে ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) এবং ‘তুমি আশেপাশে থাকলে’। ভৌতিক কাহিনী নির্ভর ‘তুমি আশেপাশে থাকলে’ শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। তাই দর্শকদের অনুমান, কোপ পড়তে পারে ‘সন্ধ্যাতারা’র ওপর।

Star Jalsha Bengali serial Sandhyatara Bijoya Mathan chooses Sandhya over pregnant Tara

আরও পড়ুনঃ নাতির লোভে তছনছ করেছ সূর্য-দীপার সংসার, দর্শকদের হয়ে লাবণ্যর মুখে ঝামা ঘষল প্রবীর! ফাঁস তুলকালাম পর্ব

এমনিতে প্রায় প্রত্যেক সপ্তাহেই ‘ফুলকি’র কাছে স্লটহারা হচ্ছে ‘সন্ধ্যাতারা’। তবে জলসার টপার সিরিয়ালগুলির মধ্যে একটি এটি। টিআরপি তালিকাতেও প্রথম দশের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে এই মেগা। তাই সত্যি সত্যি ‘সন্ধ্যাতারা’কে নিয়ে জলসা এই কঠোর সিদ্ধান্ত নেবে কিনা তা নিয়ে সংশয় আছে দর্শকদের। আপাতত চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে।