• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক ভুলেই বরবাদ কেরিয়ার! পরম সুন্দরী হয়েও কেন বলিউড থেকে হারিয়ে গেলেন রেখার বোন?

Published on:

why Rekha’s sister Radha’s Bollywood career did not worked so well

বলিউডের (Bollywood) এভারগ্রিন অভিনেত্রী রেখাকে (Rekha) নিয়ে আজও ইন্ডাস্ট্রির অন্দরে নানান কাহিনী শুনতে পাওয়া যায়। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সৌজন্যেও একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে আপনি কি জানেন, রেখার এক অত্যন্ত সুন্দরী বোনও (Rekha Sister) রয়েছে? পেশায় তিনিও ছিলেন অভিনেত্রী। একটি ভুলের জন্য শেষ হয়ে যায় তাঁর সাজানো কেরিয়ার।

জনপ্রিয় অভিনেতা জেমিনি গণেশনের (Gemini Ganesan) মেয়ে ছিলেন রেখা। বিবাহিত অবস্থাতেই দ্বিতীয় বিয়ে করেছিলেন রেখার বাবা। সেই সঙ্গেই অভিনেত্রী পুষ্পবল্লীর (Pushpavalli) সঙ্গেও সম্পর্ক ছিল তাঁর। জেমিনি এবং পুষ্পবল্লীর দুই মেয়েই হলেন রেখা এবং রাধা (Radha)। যদিও বেশ কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, রেখার মাকে নাকি বিয়ে করেছিলেন জেমিনি।

Rekha's father and mother, Gemini Ganesan and Pushpavalli

টাকার জন্য অল্প বয়সে অভিনয়ে নামেন রেখা

অর্থ উপার্জনের লক্ষ্যে খুব কম বয়সেই সিনেদুনিয়ায় নাম লিখিয়েছিলেন রেখা। যদিও সেই সময় অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছাই ছিল না তাঁর। আর পাঁচটা সাধারণ শিশুর মতো স্বাভাবিক শৈশব চেয়েছিলেন রেখাও। তবে মায়ের মুখের দিকে তাকিয়ে মাত্র ১৩ বছর বয়সেই ফিল্মি দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। এরপর দিদির দেখানো পথে হেঁটে রাধাও অভিনয় জগতে নাম লেখান।

আরও পড়ুনঃ লাজ-শরমের বালাই নেই! ব্লাউজ ছাড়া শাড়ি পরে ছবি দিতেই নেটপাড়ায় কটাক্ষের শিকার কৌশাম্বী

Rekha sister Radha, Rekha with her sister

বোন অভিনয় জগতে আসুক কিছুতেই চাইতেন না রেখা!

রাধা যখন অভিনেত্রী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন, তখন নাকি প্রবল আপত্তি করেছিলেন দিদি রেখা। লাইট-সাউন্ড-অ্যাকশনের দুনিয়ায় এসে তাঁর বোনের জীবন ক্ষতবিক্ষত হয়ে যাক এটা কিছুতেই চাননি ‘সিলসিলা’ অভিনেত্রী। কিন্তু তা সত্ত্বেও কিছুটা জোর করেই সিনেদুনিয়ায় নাম লেখান রাধা। বেশ কিছু নামী ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর কয়েকটি তামিল ছবিতে নায়িকার চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু এরপর রাধার একটি ভুল সিদ্ধান্তই শেষ করে দেয় তাঁর কেরিয়ার।

আরও পড়ুনঃ শ্রীদেবী-রেখা থেকে গোবিন্দা! পদবী ছাড়াই জনপ্রিয় বলিউডের এই ৯ তারকা

Rekha sister, Radha Ganesan, Rekha sister Radha Ganesan

কোন ভুল সিদ্ধান্তের জেরে বলিউড থেকে হারিয়ে যান রাধা?

অনেকেই জানেন না, সুপারহিট বলিউড ছবি ‘ববি’র নায়িকা হিসেবে প্রথমে রাধাকেই নির্বাচিত করা হয়েছিল। ঋষি কাপুরের বিপরীতে তাঁরই অভিনয় করার কথা ছিল। কিন্তু রেখার বোন সেই অফার ফিরিয়ে দেন। এরপর ডিম্পল কাপাডিয়াকে নেওয়া হয়। ‘ববি’র হাত ধরে বদলে যায় ডিম্পলের ভাগ্য।

ওদিকে আস্তে আস্তে অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন রাধা। পরবর্তীকালে ছোটবেলার বন্ধু উসমান সৈয়দকে বিয়ে করে সংসার পাতেন রেখার বোন। উসমান হলেন জনপ্রিয় পরিচালক এস এম আব্বাসের ছেলে। বিয়ের পর আমেরিকায় সংসার পাতেন রাধা। সেখানে একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী তিনি। সেই সঙ্গেই অবসর সময়ে নৃত্যচর্চাও করে থাকেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥