• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাজ-শরমের বালাই নেই! ব্লাউজ ছাড়া শাড়ি পরে ছবি দিতেই নেটপাড়ায় কটাক্ষের শিকার কৌশাম্বী

Updated on:

Kaushambi Chakraborty New Instagram Photo gets viral on social media

Kaushambi Chakraborty Viral Photo : ‘মিঠাই’ (Mithai) শেষের আগে আগেই নিজেদের সম্পর্কে একপ্রকার শিলমোহর দিয়ে দেন আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। পর্দার সিদ্ধার্থ এবং দিদিয়ার প্রেম এখন টেলি ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। এই নিয়ে খোলাখুলি কথা না বললেও, আকারে ইঙ্গিতে বহুবার নিজেদের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তাঁরা।

‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের সেট থেকেই প্রেম শুরু আদৃত (Adrit Roy)-কৌশাম্বীর। সময়ের সঙ্গে গাঢ় হয় সেই সম্পর্ক। প্রথম প্রথম যখন তাঁদের প্রেমের খবর বাইরে আসে, সেই সময় তুমুল ট্রোলড হতে হয়েছিল দু’জনকেই। আসলে ‘সিধাই’ অনুরাগীরা চাইতেন, আদৃত এবং সৌমিতৃষার মধ্যে সম্পর্ক গড়ে উঠুক। সেখানে কৌশাম্বীর সঙ্গে অভিনেতার প্রেম মেনে নিতে পারেননি অনেকেই। যদিও ‘মিঠাই’ শেষের পর পরিস্থিতি অনেকটা বদলেছে। আদৃত-কৌশাম্বী জুটিকেও আস্তে আস্তে মেনে নিতে শুরু করেছেন সকলে।

Adrit Shares photo with Kaushambi Chakraborty on her Birthday

‘মিঠাই’ শেষ হওয়ার পর এই মুহূর্তে ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের (Serial) কাজ নিয়ে ব্যস্ত আছেন ‘দিদিয়া’ কৌশাম্বী। তবে কাজের এত ব্যস্ততা থাকলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। মাঝেমধ্যেই সেখানে নিজের নানান ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর এমনই একটি ছবি ঝড় তুলেছে নেটপাড়ায়। ব্লাউজ (Blouse) ছাড়া শাড়ি (Saree) পরে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ জনপ্রিয়তা সত্ত্বেও আচমকাই কেন সিরিয়াল ছেড়ে দিলেন ‘সন্ধ্যাতারা’ নায়িকা? মন খারাপ দর্শকদের

Kaushambi Chakraborty, Kaushambi Chakraborty bold

কৌশাম্বীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, লাল পাড় সাদা রঙের একটি শাড়ি পরে রয়েছেন তিনি। এলোমেলো চুল টেনে খোঁপা বাঁধা রয়েছে। কপালে লাল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক থাকলেও হাতে-কানে-গলায় কোনও গয়না নেই অভিনেত্রীর। আর এই ছবি দেখেই একের পর এক কমেন্ট করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা। বেশিরভাগ নেটিজেন অভিনেত্রীর এই নতুন লুকের প্রশংসা করলেও, অনেকে তাঁকে কটাক্ষও করেছেন।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকার অপমান! নেটপাড়ায় কটাক্ষের শিকার পর্দার ‘মিশকা’ অহনা


প্রসঙ্গত, ‘মিঠাই’য়ে নায়কের দিদির চরিত্রে অভিনয় করার পর এখন ‘ফুলকি’তে নায়কের বৌদির চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বী। রোহিতের বিধবা বৌদি পারমিতার চরিত্রে অভিনয় করছেন তিনি। পার্শ্বচরিত্র হলেও তাঁর অভিনয় আবারো দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥