• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীদেবী-রেখা থেকে গোবিন্দা! পদবী ছাড়াই জনপ্রিয় বলিউডের এই ৯ তারকা

Bollywood Celebrities who are famous with first name only : দেশের গণ্ডি ছাড়িয়ে সারা দুনিয়া জুড়েই বিরাট নাম ডাক রয়েছে বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির। বছরের পর বছর ধরে এই ইন্ডাস্ট্রি থেকেই উঠে এসেছে একাধিক নামিদামি তারকা। তবে বলিউডে এমন কয়েকজন তারকা রয়েছেন যাঁরা তাদের পদবী ছাড়াই শুধুমাত্র নামের জোরেই খ্যাতি পেয়েছেন গোটা বিনোদন জগতে। নামের জন্যই বিখ্যাত বলিউডের এমন নয়জন সেলিব্রিটিদের তালিকায় রয়েছেন গোবিন্দা, টাবু, শ্রীদেবী, রেখা, রজনীকান্ত, কাজল, ধর্মেন্দ্র,হেলেন এবং জিতেন্দ্রর  মতো এক ঝাঁকঅভিনেতা-অভিনেত্রী।

গোবিন্দা (Govinda):  বলিউডের কমেডি কিং গোবিন্দা। তাঁকে এই নামেই চেনে গোটা দুনিয়া। যদিও তাঁর আসল নাম। ফিল্মি কেরিয়ার শুরুর আগে অভিনেতার নাম ছিল গোবিন্দ অর্জুন আহুজা।

   

Govinda, why Govinda and Kajol never did a film together

টাবু (Tabu): বলিউডের সুন্দরী অভিনেত্রী টাবু। অনেকেই হয়তো জানেন না তাঁর আসল নাম তাবাস্সুম ফতিমা হাসমি। এই নামটাই ছোট করে সবাই তাঁকে টাবু বলে ডাকেন।

আরও পড়ুনঃ ‘কানাডা কুমার’ বলার দিন শেষ, ৭৭তম স্বাধীনতা দিবসে প্রথমবার ভারতীয় হলেন অক্ষয় কুমার!

Tabu

শ্রীদেবী (Sridevi): আদতে দক্ষিণ ভারতীয় পরিবার থেকে আসা শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গের আয়্যাপান। তবে বলিউডের জনপ্রিয় প্রযোজক বনি কাপুরের সাথে বিয়ের পর শ্রীদেবী কাপুর নামেও পরিচিত ছিলেন তিনি।

আরও পড়ুনঃ বিগ বস জিতে বানালেন নতুন ইতিহাস, ট্রফির পাশাপাশি কত কোটি পেলেন এলভিশ যাদব?

বলিউড,Bollywood,গসিপ,Gossip,গোবিন্দা,Govinda,টাবু,Tabu,শ্রীদেবী,Sridevi,রেখা,Rekha,রজনীকান্ত,Rajnikant,কাজল,Kajol,জিতেন্দ্র,Jitendra,হেলেন,Helen,ধর্মেন্দ্র,Dharmendra

রেখা (Rekha): বলিউডের এজলেস বিউটি রেখা। সত্তরের কোটায় এসেও এভারগ্রিন এই অভিনেত্রীর কাছে বয়স আজও একটা সংখ্যামাত্র। গোটা দুনিয়ার কাছে তিনি রেখা নামে পরিচিত। কিন্তু অনেকেই জানেন না বর্ষীয়ান এই অভিনেত্রীর আসল নাম  ভানুরেখা গণেশান।

Rekha, Bollywood actresses who lost their husband at young age

রজনীকান্ত (Rajnikant): সাউথের জনপ্রিয় সুপারস্টার রজনীকান্ত। দক্ষিণ ভারতের মানুষের কাছে তিনি ভগবান। তাই অনেকেই প্রিয় থালাইভার  মুক্তি পুজোও করেন। গোটা বিনোদন জগতে তিনি রজনীকান্ত নাম পরিচিত হলেও তাঁর আসল নাম শিবাজী রাও গায়কর।

বলিউড,Bollywood,গসিপ,Gossip,গোবিন্দা,Govinda,টাবু,Tabu,শ্রীদেবী,Sridevi,রেখা,Rekha,রজনীকান্ত,Rajnikant,কাজল,Kajol,জিতেন্দ্র,Jitendra,হেলেন,Helen,ধর্মেন্দ্র,Dharmendra

কাজল (Kajol): আজও বলিউডে প্রথমসারির জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নাম আসে কাজলের। পদবি ছাড়া নিজের নামেই বেশি জনপ্রিয় এই বলি সুন্দরী। আদতে বাঙালি এই অভিনেত্রীর বিয়ের আগে নাম ছিল কাজল মুখার্জী। আর বলিউড অভিনেতা অজয় দেবগণের সাথে বিয়ের পর তাঁর নাম হয়ে যায় কাজল দেবগণ।

Kajol, Kanjoos Bollywood stars

ধর্মেন্দ্র (Dharmendra): হিন্দি সিনেমা জগতে বিরাট অবদান রয়েছে বলিউডের সুপারস্টার ধর্মেন্দ্রর। এই অভিনেতারও  পুরো নাম হয়তো জানা নেই অনেকের। আদতে ধর্মেন্দ্রর পুরো নাম ধর্ম সিং দেওল।

বলিউড,Bollywood,গসিপ,Gossip,গোবিন্দা,Govinda,টাবু,Tabu,শ্রীদেবী,Sridevi,রেখা,Rekha,রজনীকান্ত,Rajnikant,কাজল,Kajol,জিতেন্দ্র,Jitendra,হেলেন,Helen,ধর্মেন্দ্র,Dharmendra

হেলেন (Helen): বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হেলেন। একসময় তাঁর হাত ধরেই হিন্দি সিনেমার দর্শকদের পরিচয় হয়েছিল আইটেম সংয়ের সাথে। দুনিয়া এই বর্ষীয়ান অভিনেত্রীকে হেলেন নামে চিনলেও তাঁর আসল নাম হল হেলেন জেইরাগ রিচার্ডসন।

বলিউড,Bollywood,গসিপ,Gossip,গোবিন্দা,Govinda,টাবু,Tabu,শ্রীদেবী,Sridevi,রেখা,Rekha,রজনীকান্ত,Rajnikant,কাজল,Kajol,জিতেন্দ্র,Jitendra,হেলেন,Helen,ধর্মেন্দ্র,Dharmendra

জিতেন্দ্র (Jitendra): হিন্দি সিনেমা জগতের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র। ভক্তদের কাছে তিনি জিতেন্দ্র নামে পরিচিত। কিন্তু জন্মসূত্রে পাঞ্জাবি জিতেন্দ্রর পুরো নাম জিতেন্দ্র রবি কাপুর।