• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার বয়সী পুরুষকে বিয়ে! ২৬ বছরের বড় দীপঙ্করের সঙ্গে প্রেম হল কীভাবে? ফাঁস করলেন দোলন

Published on:

This is how Dipankar Dey and Dolon Roy fell in love with each other

ভালোবাসা যদি খাঁটি হয়, বয়স কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না! এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন টলিপাড়ার তারকাজুটি দীপঙ্কর দে (Dipankar Dey) এবং দোলন রায় (Dolon Roy)। নিজের থেকে প্রায় ২৬ বছরের বড় পুরুষের সঙ্গে সুখে সংসার করছেন অভিনেত্রী। দীপঙ্করের বয়স এখন ৭৮। প্রতি মুহূর্তে তাঁকে আগলে রাখেন স্ত্রী। এহেন সম্পর্কের সূচনা কীভাবে হয়েছিল তা জানতে আগ্রহী অনেকেই।

সে প্রায় ২৫ বছর আগের ঘটনা! তখন দোলনের বয়স খুবই কম। নাটকের সূত্রে বিদেশে গিয়েছিলেন দীপঙ্কর-দোলন (Dipankar Dolon)। সেই সময় একে অপরকে সেভাবে চিনতেন না। প্রতি শনি-রবিবার নাটকের শো থাকত তাঁদের। এমনই এক সপ্তাহে কোনও কারণবশত একবার শো ক্যানসেল হয়ে যায়। ফলে টানা ১৫ দিনের বিরতি মেলে! তবে দোলন সেই সময় কাউকে তেমন চিনতেন না। একা একাই ঘুরতেন অভিনেত্রী।

Dipankar Dey and Dolon Roy

এদিকে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই রমণীদের মধ্যে দীপঙ্করের বেশ জনপ্রিয়তা ছিল। মহিলাদের মুগ্ধ করায় সিদ্ধহস্ত ছিলেন তিনি। শোনা যায়, সময় পেলেই সুন্দরীদের নিয়ে কফি হাউসে আড্ডা দিতেন অভিনেতা। যার প্রভাব পড়েছিল কলেজের প্রথম বর্ষের রেজাল্টে।

আরও পড়ুনঃ ৮০ ছুঁইছুঁই দীপঙ্করের সঙ্গে শারীরিক সম্পর্ক কেমন? সাক্ষাৎকারে গোপন কথা ফাঁস করলেন দোলন রায়

অঙ্কে অনুত্তীর্ণ হওয়ায় কলেজ ছাড়তে হয় দীপঙ্করকে। পরবর্তীকালে টিসি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অভিনেতা। তবে শুধু এদেশে নয়, বিদেশে গিয়েও মহিলাদের ইমপ্রেস করেছিলেন দীপঙ্কর। নিজ গুণে রমণীদের মন জয় করে নিতেন তিনি।

Dipankar Dey and Dolon Roy

এদিকে দূরে দাঁড়িয়ে দোলন দেখতেন, দীপঙ্কর বসে আছেন আর তাঁকে ঘিরে রয়েছে রমণীদের দল। অভিনেতার কণ্ঠে তখন ‘মহানায়ক’ উত্তর কুমারের ‘এই পথ যদি না শেষ হয়’ গানটি! অতীতের এই স্মৃতিচারণা শুনে দীপঙ্কর মজা করে বলেছিলেন, ‘জানেনই তো আমার ব্যাপারটা!’

আরও পড়ুনঃ পিয়া কিংবা প্রশ্মিতা নন, অনুপম রায়ের প্রথম স্ত্রী কে ছিলেন? এতদিনে ফাঁস হল পরিচয়

যদিও দোলন এসবকিছুকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছিলেন। সেই সঙ্গেই বলেছিলেন, ‘ওখানে তো আমি কাউকে চিনতাম না। নিজের বলতে কেউই ছিল না। একা একা ঘুরতাম। সেই সময়ই দীপঙ্করের সঙ্গে আমার আলাপ এবং বন্ধুত্ব হয়। আমরা কাছাকাছি এসেছিলাম’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥