• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮০ ছুঁইছুঁই দীপঙ্করের সঙ্গে শারীরিক সম্পর্ক কেমন? সাক্ষাৎকারে গোপন কথা ফাঁস করলেন দোলন রায়

দীপঙ্কর দে-র (Dipankar Dey) বড় মেয়ের থেকেও ছোট দোলন রায় (Dolon Roy)। টলিপাড়ার এই চর্চিত জুটির মধ্যেকার বয়সের ফারাক যে অনেকখানি তা আলাদা করে বলে দিতে হয় না। তবে ভালোবাসার কাছে যে বয়স তুচ্ছ তা প্রমাণ করে দিয়েছেন তারা। বয়সে এতখানি ব্যবধান থাকা সত্ত্বেও দীপঙ্কর-দোলনের মনের বোঝাপড়া দেখার মতো। কিন্তু শারীরিক সম্পর্ক কি এখনও আগের মতো আছে? সম্প্রতি এই বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেন দোলন।

দীপঙ্কর-দোলনের (Dipankar Dolon) বিয়ে হয়েছে ৪ বছর হতে চললো, তবে পরিচয় অনেকদিনের। ১৯৯৭ সাল থেকে একে অপরকে চেনেন তাঁরা। বয়সের এই ফারাক কখনওই তাঁদের প্রেমে বাধা হতে পারেনি। একদিকে দীপঙ্করের বয়স ৮০ ছুঁইছুঁই, অন্যদিকে সবে ৫০ বছরে পা দিয়েছেন দোলন। বয়সের এই পার্থক্য মনের দিক থেকে না হলেও শারীরিক দিক থেকে কি দাম্পত্য জীবনের ওপর প্রভাব ফেলেছে? শারীরিক সম্পর্কের নিরিখে দু’জনের কেমিস্ট্রি কি এখনও আগের মতো আছে?

   

Dolon Roy opens up about her husband Dipankar Roy’s first wife and daughters

সম্প্রতি এই বিষয়ে খোলামেলা কথা বলেন দোলন রায়। জনপ্রিয় এক ইউটিউব চ্যানেলের কাছে অভিনেত্রী বলেন, ‘একটা সময় অবধি সবকিছুই ঠিকঠাক ছিল। এরপর যা হয়, মেয়েরাই সবসময় কম্প্রোমাইজ করে। সেটা না হলে তো একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে। ও তো আমার জীবন প্রায় প্রথম। আমি স্যাচুরেটেড হয়ে গিয়েছি। ও হয়তো শেষ বয়সে নিজের পারা আর না পারা নিয়ে স্যাচুরেটেড হয়ে গিয়েছে’।

আরও পড়ুনঃ ‘কারোর সংসার ভাঙিনি’! দীপঙ্করের প্রথম স্ত্রীকে নিয়ে মুখ খুললেন দোলন রায়

দোলনের কথায়, ‘মানুষটার ভালোবাসা এত বেশি, ও আমার ভালোলাগা-খারাপ লাগার দিকে এত নজর রাখে যে এই বিষয়গুলো তেমন একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। ওকে আমি এগুলো কখনও অনুভব করতে দিইনি। ও যদি বুঝতো তাহলে কি সম্পর্কটা ঠিক থাকতো? মেয়েদের জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া শব্দটা এভাবেই জড়িয়ে থাকে’।

Dipankar Dey and Dolon Roy

দোলন-দীপঙ্করের সম্পর্কে ফারাক থাকলেও, মনের দিক থেকে কখনও দূরত্ব আসেনি তাঁদের। টলিপাড়ার (Tollywood) এই তারকাজুটির সফল দাম্পত্যের চাবিকাঠিই হল, পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং বোঝাপড়া। দীপঙ্করকে সর্বদা আগলে রাখেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ খুব ইচ্ছাছিল মেয়ের মা হওয়ার, দীপঙ্করের পাশে বসেই আক্ষেপ দোলন রায়ের

বার্ধক্যজনিত কারণে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর। তখন তাঁকে সেবা করে ফের সুস্থ করে তোলেন দোলন। অভিনেত্রী নিজেই একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর অনুপ্রেরণা হল দিলীপ কুমার এবং সায়রা বানুর জুটি। সায়রা বানু যেভাবে দিলীপ কুমারকে ৯৮ বছর অবধি বাঁচিয়ে রেখেছিলেন, তিনিও সেটাই চান। দীপঙ্করের জীবনে সায়রা বানু হয়ে থাকতে চান দোলন।