• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিয়া কিংবা প্রশ্মিতা নন, অনুপম রায়ের প্রথম স্ত্রী কে ছিলেন? এতদিনে ফাঁস হল পরিচয়

Published on:

Anupam Roy first wife unknown details

আগামী ২ মার্চ তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy)। বছর তিনেক আগে দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। এবার গায়িকা প্রশ্মিতা পালের হাত ধরে নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ফের তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে নেটপাড়ায়। গায়কের প্রথম স্ত্রী (Anupam Roy First Wife) কে ছিলেন? এই প্রশ্নও উঁকি দিয়েছে অনেকের মনে।

অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া (Piya Chakraborty) এবং হবু স্ত্রী প্রশ্মিতার (Prashmita Paul) বিষয়ে কমবেশি সকলেই জানেন। তবে তাঁর প্রথম স্ত্রীর বিষয়ে অনেকেই জানেন না। সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট ঘাঁটলেও এই বিষয়ে তেমন কোনও তথ্য চোখে পড়ে না। তবে এবার ফাঁস হল গায়কের প্রথম স্ত্রীর নাম-পরিচয়! কে ছিলেন অনুপমের প্রথম স্ত্রী? কেন ভেঙেছিল তাঁদের সম্পর্ক? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Anupam Roy social media post

শোনা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার সময় এক সহপাঠীর প্রেমে পড়েছিলেন অনুপম। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, তাঁর নাম ছিল শ্রেয়া! তাঁদের সেই ভালোবাসা গড়িয়েছিল ছাদনাতলা অবধি। কলকাতায় বিয়ের পর বেঙ্গালুরু চলে যান সস্ত্রীক অনুপম।

তিলোত্তমা থেকে দূরে বেঙ্গালুরুতেই স্ত্রীকে নিয়ে সংসার পেতেছিলেন গায়ক। সবকিছু ঠিকঠাকই চলছিল, এরপর আচমকাই ছন্দপতন! ভাঙন ধরে তাঁদের সম্পর্কে। ব্যক্তিগত কিছু কারণবশত বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। তখনও গায়ক হিসেবে কিন্তু অনুপম জনপ্রিয় হননি।

Anupam Roy Piya Chakraborty Marriage Photo

প্রথম বিয়ে ভাঙার পর দীর্ঘদিনের বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন টলিপাড়ার এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ২০১৫ সালের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জনে। ৬ বছর সংসার করার পর ২০২১ সালে বিচ্ছেদ হয় তাঁদের। অনুপমের সঙ্গে ডিভোর্সের পর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া।

অন্যদিকে অনুপমের হবু স্ত্রী প্রশ্মিতারও কিন্তু এটি প্রথম বিয়ে নয়। এর আগে পেশায় চিকিৎসক শৌনক নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে বিয়ের কয়েকমাসের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। নেপথ্যে ছিল নাকি স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবার অতীত ভুলে একসঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন অনুপম-প্রশ্মিতা। তাঁদের আগামী জীবন সুখের হোক, এটাই কামনা ভক্তদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥