• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোবিন্দা-অনিলের রিজেক্ট করতেই খোলে ভাগ্য! অমিতাভ বচ্চনের জীবন পাল্টে দেওয়া ছবির নাম জানেন?

বলিউডের (Bollywood) প্রত্যেকটি ছবির পিছনেই থাকে বহু অজানা কাহিনী। কিছু ক্ষেত্রে সেগুলি সময়ের সঙ্গে হারিয়ে যায়, কিছু ক্ষেত্রে আবার যুগ যুগ ধরে শোনা যেতে থাকে সেই সকল গল্প। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি গল্প নিয়ে এসেছি আমরা। কীভাবে ১৩ জন অভিনেতার রিজেক্ট করা একটি সিনেমা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এর ভাগ্য বদলে দেয় তা শুনলে অবাক হয়ে যাবেন আপনি।

নিজের সুদীর্ঘ কেরিয়ারে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। ‘শোলে’ থেকে শুরু করে ‘বাগবান’ হয়ে ‘কভি খুশি কভি গম’- ‘বিগ বি’র ঝুলিতে রয়েছে একাধিক আইকনিক সিনেমা। এমনই একটি ছবি হল ‘সূর্যবংশম’ (Sooryavansham)। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বক্স অফিসে সেই সময় কামাল না দেখতে পারলেও পরবর্তীকালে টেলিভিশনের হাত ধরে ব্যাপক হিট হয়েছিল এই ছবিটি। ‘সূর্যবংশম’এ বাবা-ছেলে দু’জনের রোলেই অভিনয় করেছিলেন অমিতাভ।

   

Sooryavansham Bollywood movie

তবে আপনি কি জানেন, হীরা ঠাকুরের (Heera Thakur) চরিত্রে তাক লাগানো অভিনয় করলেও অমিতাভ কিন্তু এই নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। তাঁর আগে এই চরিত্রটি আরও ১৩ জন অভিনেতাকে অফার করা হয়েছিল। শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), আমির খান (Aamir Khan) থেকে শুরু করে গোবিন্দা (Govinda), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), জ্যাকি শ্রফ (Jackie Shroff) একাধিক সুপারষ্টারকে অফার করা হয়েছিল এই সিনেমা।

আরও পড়ুনঃ ঝগড়ার জেরে ২৩ বছর আটকে ছিল ছবির রিলিজ! ‘অহংকারী’ রাজকুমারের কাহিনী আজও অনেকেরই অজানা

তবে প্রত্যেকে ছবিটি রিজেক্ট করে দেন। এরপর অমিতাভকে নেওয়া হয় এই চরিত্রে। যদিও রিলিজের পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘সূর্যবংশম’। সৌন্দর্যের সঙ্গে অমিতাভের রসায়ন সেই সময় একেবারেই পছন্দ হয়নি দর্শকদের। পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁকে ঠিক মানাচ্ছে না বলেছিলেন অনেকে।

Amitabh Bachchan in Sooryavansham

আরও পড়ুনঃ অমিতাভ-ধর্মেন্দ্রর থেকে বেশি ফিস, শেষে চলে যান কৈলাশে! বলিউডের এই বিখ্যাত ভিলেন কে জানেন?

তবে বক্স অফিসে না চললেও টেলিভিশনের দৌলতে দর্শকমহলে সাড়া ফেলে দেয় এই ছবি। রিলিজের ২৪ বছর পর আজও এই ছবিটি নিয়ে দর্শকমহলে যা ক্রেজ তা রীতিমতো দেখার মতো। এমনকি সোশ্যাল মিডিয়া খুললে এই ছবি নিয়ে নানান মিমও চোখে পড়ে।