• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিপতির জন্য ছেড়েছিলেন বলিউড! কোথায় হারিয়ে গেলেন ১০ হাজার কোটির মালকিন অভিনেত্রী?

Published on:

This Bollywood actress with 10000 Crore net worth left Bollywood and married a billionaire

Actress with 10,000 Crore Net Worth Left Bollywood: বলিউড তারকারা (Bollywood Actress) দেশের অন্যতম বড়লোক ব্যক্তিত্বও। শুধুমাত্র অভিনেতারাই নন, অভিনেত্রীরাও কোটি টাকার মালকিন। আজকের প্রতিবেদনে এমনই এক বলি নায়িকার নাম তুলে ধরা হল, যিনি একসময় ১০ হাজার কোটি (10000 Crore) টাকার (Net Worth) মালকিন ছিলেন, কিন্তু এক কোটিপতি ব্যবসায়ীকে বিয়ে করে কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই ইন্ডাস্ট্রিকে বিদায় জানান।

বলিউড ইন্ডাস্ট্রির ধনী অভিনেত্রীদের প্রসঙ্গ উঠলেই সবার প্রথমে যার কথা মাথায় আসে তিনি হলেন টিনা মুনিম (Tina Munim)। পরবর্তীকালে ধনকুবের অনিল অম্বানিকে বিয়ে করে টিনা অম্বানি (Tina Ambani) হয়ে ওঠেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে টিনা প্রায় ২৩৩১ কোটি টাকার মালকিন। তবে একটা সময় ছিল যখন তিনি প্রায় ১০ হাজার কোটি টাকার মালকিন ছিলেন।

Tina Munim, Tina Munim net worth

মাত্র ২০ বছর বয়সে অভিনেত্রী হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন টিনা, সুপারস্টার দেব আনন্দের হাত ধরে ‘দেশ পরদেশ’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। যত সময় গিয়েছে ততই বেড়েছে অভিনেত্রী সাফল্য, যশ এবং আয়।

আশির দশকে বলিউড ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন টিনা। কিন্তু আশির দশকেরই শেষ থেকে আস্তে আস্তে ডুবতে শুরু করে তাঁর কেরিয়ার। ১৯৮৭ সালে মাত্র দু’টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ১৯৯১ সালে ‘জিগরওয়ালা’ ছবির পর থেকে আর বলিউড দেখা যায়নি টিনাকে।

আরও পড়ুনঃ দিন দিন বাড়ছে টাকার খাই! Bigg Boss’র জন্য সলমন কত কোটি পারিশ্রমিক নেন শুনলে আঁতকে উঠবে আমজনতা

Tina Munim and Anil Ambani, Tina Munim net worth

কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই ধনকুবের অনিল অম্বানিকে বিয়ে করেন টিনা। গাঁটছড়া বাঁধার পর অভিনয় জগতকে বিদায় জানান অভিনেত্রী। এই মুহূর্তে অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়ে নিজের স্বামীর একাধিক সংস্থার চেয়ারপার্সন হিসেবে কাজ করছেন টিনা।

আরও পড়ুনঃ মেয়ে-বৌকে বাড়িতে রেখে কাকে প্রপোজ করলেন রণবীর? সব কুকীর্তি ফাঁস করে বিস্ফোরক অভিনেত্রী

Tina Munim, Tina Munim net worth

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনয় ছাড়া নিয়ে মুখ খুলেছিলেন টিনা। অভিনেত্রী বলেছিলেন, ‘আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি অভিনয় ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছিল দুনিয়ায় আরও অনেক জিনিস রয়েছে যা আমার দেখা বাকি। আমি শুধু সিনেমাতেই সীমাবদ্ধ থাকতে চাইনি। আমার এই সিদ্ধান্তের জন্য অনুশোচনা হয় না। আমি আর ফিরতে চাই না, কখনও না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥