• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিন দিন বাড়ছে টাকার খাই! Bigg Boss’র জন্য সলমন কত কোটি পারিশ্রমিক নেন শুনলে আঁতকে উঠবে আমজনতা

Published on:

Bollywood actor Salman Khan fees for famous reality show Bigg Boss

‘বিগ বস’র (Bigg Boss) প্রাণভোমরা বলা হয় বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan)। এই রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তা এবং সাফল্যের পিছনে সলমনের ভূমিকা অনেকখানি। ‘বিগ বস’র প্রতিযোগীদের প্রতি সলমনের আচরণ মাঝেমধ্যে বিতর্কের জন্ম দিলেও, তিনি না থাকলে দর্শকদের মনও যেন ভরে না। তাঁর কথায়, ‘বিগ বস’ শো এবং ‘বিগ বস’র বাড়ি- দু’টোই তাঁর নিজের।

গত ১০ বছর ধরে ‘বিগ বস’র সঙ্গে যুক্ত সলমন। এই এক দশকে অনেক চড়াই-উৎরাইয়ের সাক্ষী থেকেছেন তিনি। পাশাপাশি এত বছর এই শোয়ের সঙ্গে যুক্ত থাকায় সলমনের পারিশ্রমিকও (Fees) অনেকটা বেড়েছে। প্রথম সিজনের জন্য ভাইজান যে পারিশ্রমিক নিতেন, এখন সেই অঙ্কটা কয়েক গুণ বেড়ে গিয়েছে। আপনি যদি ‘বিগ বস’র জন্য সলমনের পারিশ্রমিক শোনেন তাহলে অবাক হয়ে যাওয়া গ্যারান্টেড।

Salman Khan in Bigg Boss, Salman Khan fees for Bigg Boss

জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ে (Reality Show) দু’দিন সলমনের দেখা মেলে। সেই জন্য ‘উইকেন্ড কা ওয়ার’ এপিসোডগুলি দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। শুনলে হয়তো অবাক হবেন, এই দুই দিন মুখ দেখিয়েই কয়েক কোটি টাকা পারিশ্রমিক নিয়ে যান ভাইজান।

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘বিগ বস’ যখন শুরু হয়েছিল সেই সময় প্রত্যেক এপিসোডের জন্য ২.৫ কোটি টাকা পারিশ্রমিক নিতেন সলমন। সিজন ৭-এ সেই অঙ্কটা বেড়ে দাঁড়ায় ৫ কোটি টাকায়। এখন আরও বেড়েছে ভাইজানের দর।

Salman Khan in Bigg Boss, Salman Khan fees for Bigg Boss

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ‘বিগ বস’ সঞ্চালনার জন্য এপিসোড পিছু ৮ কোটি টাকা পারিশ্রমিক নেন সলমন। তবে শোয়ের টিআরপি তুঙ্গে থাকায় নির্মাতারা কেউ তাঁর দিকে আঙুল তোলেন না। তবে এখন এও গুঞ্জন শোনা যায়, প্রত্যেক এপিসোডের জন্য নাকি ১১ কোটি টাকা করে নেন সলমন!

ভাইজানকে তাঁর পারিশ্রমিকের বিষয়ে কিছু জিজ্ঞেস করা হলে তিনি ঠাণ্ডা মাথায় তা সম্প্রচারকারী চ্যানেলের দিকে ঘুরিয়ে দেন। অপরদিকে সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকেও এই বিষয়ে খোলসা করে কিছু বলা হয় না। তবে জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তার সঙ্গে সলমনের পারিশ্রমিকও যে পাল্লা দিয়ে বাড়ছে একথা বেশ পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥