• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ে-বৌকে বাড়িতে রেখে কাকে প্রপোজ করলেন রণবীর? সব কুকীর্তি ফাঁস করে বিস্ফোরক অভিনেত্রী

Published on:

Kangana Ranaut claims Ranbir Kapoor proposed After Getting Married

Ranbir Kapoor Propose Bollywood actress after getting married: বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’ বলা হয় রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটকে (Alia Bhatt)। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত বছর রাজকীয়ভাবে সাত পাক ঘুরেছেন তাঁরা। বিয়ের ৭ মাসের মাথাতেই তাঁদের ঘর আলো করে এসেছে মেয়ে রাহা (Raha)। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু নীতু কাপুরের জন্মদিনের পর থেকেই শোনা যাচ্ছে, রণবীর-আলিয়ার সম্পর্কে নাকি ভাঙন ধরেছেন। সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই শোনা গেল, এই জনপ্রিয় বলিউড নায়িকাকে প্রোপোজ করেছেন ঋষি কাপুরের ছেলে।

চলতি বছর নীতু কাপুরের জন্মদিনে রণবীর-ঋদ্ধিমারা বিদেশ গিয়েছিলেন। কিন্তু সেখানে দেখা মেলেনি আলিয়া এবং তাঁর মেয়ে রাহার। এরপরই শোনা যায়, আলিয়াকে নাকি কাপুর পরিবারের কেউ আর সহ্য করতে পারছে না। এমনটা দাবি করেছিলেন বলিউডের বিতর্কিত সমালোচক কেআরকে। তবে এবার এক জনপ্রিয় বলিউড নায়িকা নিজে জানালেন, তাঁকে নাকি প্রেম নিবেদন করেছেন রণবীর।

Ranbir Kapoor and Alia Bhatt

এখন নিশ্চয়ই ভাবছেন কে সেই বলিউড নায়িকা? তাহলে বলে রাখি সেই অভিনেত্রী হলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিস্ফোরক খবর ফাঁস করেছেন তিনি। সমাজমাধ্যমে তো বটেই, সংবাদমাধ্যমেও ঝড় তুলেছে কঙ্গনার সেই পোস্ট।

রণবীরের নাম না নিয়েই কঙ্গনা লিখেছেন, ‘মহিলাসঙ্গের জন্য জনপ্রিয় একজন সুপারস্টার আমার বাড়ি এসে আমায় অনুরোধ করেছিলেন যাতে আমি তাঁর সঙ্গে সম্পর্ক জড়াই। আমায় পটানোর জন্য চুপিচুপি বহুবার আমার সঙ্গে দেখা করেছিলেন। আমি যখন তাঁর এমন সন্দেহজনক আচরণের পিছনের কারণ জানতে চাই তখন আমায় বলেন, একজন ‘পাপা কি পরী’র সঙ্গে সম্পর্কে জড়ানোর বিনিময়ে তিনি একটি ট্রিলজি পাচ্ছেন। তবে তিনি বলেছিলেন, তিনি সেই মেয়েকে ভালোবাসেন না’।

আরও পড়ুনঃ ‘মদের নেশা না থাকলে…’, জীবনের এই সবচেয়ে বড় ভুল নিয়ে আজও আক্ষেপ করেন রজনীকান্ত

Kangana Ranaut and Ranbir Kapoor, Kangana Ranaut on Ranbir Kapoor

আরও পড়ুনঃ এখনও বিছানায় সক্ষম, ‘পাঁচবার করেছি…’, বিয়ে নিয়ে আবারও বিস্ফোরক কবীর সুমন!

কঙ্গনার সংযোজন, ‘আমি এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারিনি। এরপর তিনি নানান রকম নম্বর এবং অ্যাকাউন্ট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার মনে হয় উনি আমার অ্যাকাউন্টও হ্যাক করেছিলেন। উনি আমায় এটাও বলেছিলেন যে ওনার বিয়েটা মিথ্যে এবং ওনার সন্তান সিনেমার প্রচারের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়’।

সবশেষে কঙ্গনা লেখেন, ‘আমি সব শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি এখনও বিশ্বাস করতে পারছি না কারোর নীতিবোধ এতটাও নীচু হতে পারে। এরা মানুষ না, এরা দানব। সেই জন্য আমি এদের ধ্বংস করতে চাই। ধর্মর আসল কাজই হল অধর্মকে ধ্বংস করা। শ্রীকৃষ্ণ’ গীতা’য় একথাই বলেছেন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥