• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই সুখবর, আসছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিক! পর্দায় সৌরভ গাঙ্গুলী হচ্ছেন এই অভিনেতা

Updated on:

This Bollywood actor will be seen in Sourav Ganguly biopic

Sourav Ganguly Biopic Hero : বাংলার গর্ব, বাঙালির আবেগ সৌরভ গাঙ্গুলীর বায়োপিক (Sourav Ganguly Biopic) আসার কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। ‘হচ্ছে-হবে’ করে করেই কেটে গিয়েছে প্রায় দু’বছর। তবে এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ চিত্রনাট্য লেখা থেকে শুরু করে অভিনেতা বাছাই- সব কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং (Shooting)

বড়পর্দায় সৌরভ (Sourav Ganguly) হিসেবে কাকে দেখা যাবে এই নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, রুপোলি পর্দায় ‘দাদাগিরি’ করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। পরে শোনা যায়, ঋষি-পুত্র নন, বরং নির্মাতাদের পছন্দ ঋত্বিক রোশন (Hrithik Roshan)। কিন্তু শেষ পর্যন্ত কারোরই শিকে ছিঁড়ল না। মাঝখান দিয়ে বাজিমাত করলেন আর এক জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেতা।

Sourav Ganguly, Sourav Ganguly net worth, Sourav Ganguly biopic

সূত্রের খবর, রণবীর-ঋত্বিক নন, বরং সৌরভ হয়ে বড়পর্দায় ছক্কা হাঁকাতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত। শোনা গিয়েছে, নিজের বায়োপিক (Biopic) নিয়ে বেশ সাবধানী ছিলেন ‘দাদা’। সেই জন্য চিত্রনাট্য এবং অভিনেতা চূড়ান্ত হওয়ার আগে বারবার মুম্বই ছুটে যেতেন তিনি। শেষ পর্যন্ত আয়ুষ্মানকেই বেছে নেন সকলে।

আরও পড়ুনঃ বিশ্বদরবারে আবারও ভারতের জয়জয়কার, চাঁদে যাওয়ার ১০ দিনের মাথাতেই সূর্যে পাড়ি দিল ISRO’র মহাকাশযান

Sourav Ganguly and Ayushmann Khurrana, Sourav Ganguly biopic, Ayushmann Khurrana Sourav Ganguly biopic

আগামী মাস থেকে সৌরভ হয়ে ওঠার প্রস্তুতি শুরু করে দেবেন আয়ুষ্মান। তবে একটি জায়গায় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে এই বলিউড অভিনেতার মিল রয়েছে। সৌরভ এবং আয়ুষ্মান, দু’জনেই বাঁ-হাতি। সেক্ষেত্রে একটু বাড়তি সুবিধা পাবেন অভিনেতা। তবে পুরোপুরি ‘দাদা’ হয়ে ওঠার জন্য আয়ুষ্মানকে যে প্রচুর পরিশ্রম করতে হবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুনঃ সুপাত্র নায়ক নয়, এবার ভিলেন হয়েই ছোটপর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা

Sourav Ganguly and Ayushmann Khurrana, Sourav Ganguly biopic, Ayushmann Khurrana Sourav Ganguly biopic

প্রসঙ্গত, সৌরভই প্রথম নন, এর আগে ভারতের একাধিক ক্রিকেটারের জীবনকাহিনী বড়পর্দায় ফুটে উঠেছে। মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে সচিন তেন্ডুলকার হয়ে মহম্মদ আজহারউদ্দিন- সেই তালিকায় নাম রয়েছে একাধিক তারকা ক্রিকেটারের। প্রত্যেকটি ছবি বক্স অফিসে ভালো সফল হয়েছিল। এবার দেখা যাক, বঙ্গ তনয় সৌরভের বায়োপিক সেই ছবিগুলিকে টেক্কা দিতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥