• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপাত্র নায়ক নয়, এবার ভিলেন হয়েই ছোটপর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা

Updated on:

Bengali serial actor Rishi Kaushik to play villain role in Leena Ganguly upcoming serial Jhanak

বাংলা সিরিয়ালের অভিনেতা (Bengali Serial Actor) মানেই দর্শকদের মনের ভীষণ কাছের। টেলি ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা আছেন যারা দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকলেও তাঁদের ভুলে যাননি দর্শকরা। এমনই একজন তারকা হলেন ঋষি কৌশিক (Rishi Kaushik)। বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি কখনও ‘অর্চি’, কখনও আবার ‘ডক্টর উজান’ নামে।

একাধিক সুপারহিট বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন ঋষি। অবাঙালি হয়েও দীর্ঘ সময় ধরে বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। মহিলামহলেও এই অভিনেতার জনপ্রিয়তা দেখার মতো। তবে বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে ছোটপর্দায় দেখা নেই তাঁর। স্বাভাবিকভাবেই তাঁকে বেশ মিস করছিলেন দর্শকরা। অবশেষে এল অভিনেতা কামব্যাকের খবর।

Rishi Kaushik, Rishi Kaushik as villain

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, হিন্দি সিরিয়াল (Hindi Serial) তৈরিতে মনোনিবেশ করেছেন লীনা গাঙ্গুলী (Leena Ganguly)। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়ার কথা সেই ধারাবাহিক। লীনার এই নতুন হিন্দি সিরিয়ালেই দেখা যাবে ঋষিকে। তবে নায়ক নন, বরং খলনায়ক (Villain) হিসেবে দেখা মিলবে অভিনেতা।

আরও পড়ুনঃ এবার জব্দ হবে পলাশ, শিমুলের পাশে দাঁড়িয়ে ছোট ছেলেকে তাড়াবে শ্বাশুড়ি! ফাঁস ধামাকাদার পর্ব

লীনার আসন্ন হিন্দি ধারাবাহিকের নাম রাখা হয়েছে ‘ঝনক’ (Jhanak)। এই সিরিয়ালে তেজেশ কুমার নামক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋষিকে। নায়ক হিসেবে দর্শকমন জয় করার পর এবার খলনায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন ছোটপর্দার ‘অর্চি’। ভিলেনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনি কতখানি প্রস্তুত? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্ন রাখা হয়েছিল ঋষির সামনে।

আরও পড়ুনঃ সত্যিই কি প্রেম করছেন? কাঞ্চনের কাঁধে উঠে সম্পর্কে শিলমোহর দিলেন শ্রীময়ী, ভাইরাল হল ছবি

Rishi Kaushik, Rishi Kaushik as villain, Rishi Kaushik Hindi serial

জবাবে অভিনেতা বলেন, ‘আসলে আমি এখনও শ্যুটিং শুরু করিনি। আমার চরিত্রটা নেতিবাচক সেটা জানি। তবে এর থেকে বেশি চরিত্রটা সম্বন্ধে আমার কোনও ধারণা নেই’। প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় জীবনে ঋষিকে মাত্র একবার খলনায়কের চরিত্রে দেখেছেন দর্শকরা।

প্রায় ১৭ বছর আগে ‘ক্রান্তি’ ছবিতে খল চরিত্রে দেখা মিলেছিল তাঁর। এবার ফের ‘ঝনক’এ ভিলেন হিসেবে ধরা দেবেন তিনি। লীনার এই সিরিয়ালে ঋষি ছাড়াও দেখা যাবে ভরত কল, ক্রুশল আহুজার মতো তারকাদের। হিন্দি ধারাবাহিক হলেও কলকাতাতেই হবে সিরিয়ালের শ্যুটিং।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥