• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বদরবারে আবারও ভারতের জয়জয়কার, চাঁদে যাওয়ার ১০ দিনের মাথাতেই সূর্যে পাড়ি দিল ISRO’র মহাকাশযান

Updated on:

ISRO launched Aditya L1 from Satish Dhawan Space Research Centre towards Sun

ISRO Aditya L1 Launch : শনিবার ঘড়ির কাঁটা ১১টা বেজে ৫০ মিনিট ছুঁতেই ফের এক নতুন ইতিহাস রচনা করলো ইসরো (ISRO)। চন্দ্রযান-৩’র সাফল্যের ১০ দিনের মধ্যে ফের এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকলো গোটা দেশ। চাঁদ জয়ের পর এবার সূর্যর (Sun) উদ্দেশে উড়ে গেল ইসরোর আদিত্য-এল১ (Aditya L1)। ভারতীয় রকেট ‘পিএসএলভি’ তথা ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল’এ ভরে করে সূর্যর উদ্দেশে রওনা দিল এই মহাকাশযান।

শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের (Satish Dhawan Space Research Centre) লঞ্চিং প্যাড থেকে সূর্যর উদ্দেশে পাড়ি দেয় আদিত্য-এল১। ভারত থেকে সূর্যর উদ্দেশে উৎক্ষেপণ করা প্রথম মহাকাশযান এটি। সূর্যর আর একটি নাম হল আদিত্য। সেই থেকেই মহাকাশযানটির নাম রাখা হয়েছে আদিত্য-এল১।

Aditya L1, ISRO Aditya L1, ISRO Solar mission

গত ২৩ আগস্ট পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার নজির গড়েছে ভারত। রোভার প্রজ্ঞানকে পেটে নিয়ে ঠিক সন্ধ্যা ৬:০৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ল্যান্ডার বিক্রম। চাঁদ জয়ের ঠিক ১০ দিনের মধ্যে সূর্যর দিকে সফলভাবে রওনা দিল ইসরোর আর একটি মহাকাশযান। আপাতত আদিত্য-এল১ নিয়ে খুশির হাওয়া বইছে সারা দেশে। বিভিন্ন জায়গায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আদিত্য-এল১’র উৎক্ষেপণও দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ পৃথিবী ছাড়িয়ে মহাবিশ্বেও বাংলার জয়! ‘চন্দ্রযান-৩’ অভিযান সফলতায় বড় অবদান ৭ বাঙালি বিজ্ঞানীর

ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, আদিত্য-এল১’কে সূর্য-পৃথিবীর মধ্যেকার একটি এল১ পয়েন্ট তথা ল্যাগরেঞ্জ পয়েন্টে স্থাপন করা হবে। প্রায় ১২০ দিন ধরে ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের গন্তব্যে পৌঁছবে মহাকাশযানটি। জানা গিয়েছে, উৎক্ষেপণের পর আদিত্য-এল১ প্রায় ১৬ দিন ধরে পৃথিবীর চারিদিকে ঘুরবে। এই সময়কালে সূর্যর দিকে পাড়ি দেওয়ার উদ্দেশে ৫টি ধাপে নিজের গতিবেগ বাড়াতে থাকবে মহাকাশযানটি।

আরও পড়ুনঃ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ইতিহাস গড়ল চন্দ্রযান-৩! রইল শুরু থেকে চাঁদে পৌঁছনোর চমকে দেওয়া জার্নি

Aditya L1, ISRO Aditya L1, ISRO Solar mission

এরপর শুরু হবে সূর্যর উদ্দেশে যাত্রা। তারপর প্রায় ১১০ দিন ধরে সূর্যর উদ্দেশে যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল১। ল্যাগরেঞ্জ পয়েন্ট তথা এল১ পয়েন্টে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে কাজ করে। সেই জন্য এখানে কৃত্রিম উপগ্রহগুলি স্থির থাকতে পারে। জানা গিয়েছে, মহাকাশের পরিবেশ, সূর্যের উত্তাপ, আবহাওয়া, সৌরঝড়, সৌরপদার্থের নিঃসরণ সহ একাধিক তথ্য সংগ্রহ করবে আদিত্য-এল১।

ইসরোর এই সূর্য অভিযানের জন্য প্রায় ৩৭৮.৫৩ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। যদি এই অভিযান সফল হয় তাহলে আগেভাবেই সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সেই সঙ্গেই আদিত্য-এল১ সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাব বুঝতেও সাহায্য করবে। ইসরোর সৌর অভিযান সফল হলে সূর্যর বিষয়ে একাধিক অজানা তথ্য ভারতের হাতে চলে আসবে বলে মনে করা হচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥