• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধরা পড়েও লজ্জা নেই! মেঘকে ফাঁসাতে নতুন চক্রান্ত ময়ূরীর, টিভির আগেই ফাঁস আসন্ন মহাধামাকা টুইস্ট

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Mayuri is planning to break Megh and Neel’s relationship

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিক নিয়ে দর্শকদের আগ্রহের অন্ত নেই। রোজ সিরিয়ালের (Bengali Serial) গল্পে নতুন নতুন টুইস্ট আসছে। মেঘ, ময়ূরী এবং নীলের জীবনের টানাপোড়েন মাতিয়ে রেখেছে দর্শকদের। কয়েকদিন আগেই যেমন দেখানো হয়েছে, নীলের সামনে খুলে যায় ময়ূরী (Mayuri) এবং রূপের মুখোশ। তবে তাতেও ময়ূরীর লজ্জা নেই। একটু সুস্থ হতেই সে ফের মেঘকে (Megh) ফাঁসানোর নতুন ষড়যন্ত্র করতে শুরু করে দিয়েছে।

কয়েকদিন আগেই ‘ইচ্ছে পুতুল’এ দেখানো হয়েছে, প্রাণ বাঁচাতে নীলের (Neel) সামনে সব দোষ স্বীকার করে নেয় ময়ূরী। সব সত্যি জেনে আবার মেঘের কাছে ফিরে আসতে চায় নীল। যদিও মেঘ এবার স্পষ্ট জানিয়ে দেয় সে ডিভোর্স চায়। আসলে প্রত্যেকবার স্বামী-শ্বশুরবাড়ির লোকের কাছে অপমানিত হতে হতে সে একপ্রকার ক্লান্ত হয়ে পড়েছে। তবে দর্শকরা ভেবেছিলেন, নীল ঠিক কোনও না কোনও ভাবে মেঘকে রাজি করিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু ময়ূরীর চক্রান্তের (Plan) জন্য সেটা আর হবে না।

Iccheputul serial Neel apologize to megh

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই মেঘের জীবনে এন্ট্রি হয়েছে তার নতুন বন্ধু জিষ্ণুর (Jishnu)। গানের সূত্রেই দু’জনের প্রথম আলাপ। এরপর আস্তে আস্তে গাঢ় হয় সেই সম্পর্ক। এবার সেই জিষ্ণুকে নিয়েই মেঘের চরিত্র কালিমালিপ্ত করার ফন্দি আঁটছে ময়ূরী।

আরও পড়ুনঃ মাথামোটা সূর্যর অপদার্থতার জন্য মৃত্যু মুখে সোনা-রুপা! দীপা কি পারবে বাঁচাতে? ফাঁস দুর্ধর্ষ পর্ব

Icche Putul, Icche Putul Megh and Jishnu

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়, গানের জন্য মেঘ এবং জিষ্ণুকে জুটি বাঁধতে বলেছে তাদের গানের শিক্ষক। ময়ূরী সেকথা জানতে পেরে নতুন করে বোনের বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করে। ফের নিজের মা তথা মধুমিতাকে মেঘের বিরুদ্ধে উস্কাতে থাকে সে।

আরও পড়ুনঃ হাসপাতালের বিছানায় শুয়ে ‘পটল কুমার’! অসুস্থ হিয়ার ছবি ভাইরাল হতেই চিন্তায় নেটিজেনরা

https://youtu.be/DCrSJjpSbkc

অপরদিকে আবার দেখা যাবে, মেঘ এবং জিষ্ণুকে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে দেখে নীল। তা দেখে বেশ অসন্তুষ্ট হয় সে। তাহলে কি রূপের পর এবার জিষ্ণুকে নিয়ে মেঘকে চরিত্রের বদনাম দেবে ময়ূরী? ফের নিজের স্ত্রীকে অবিশ্বাস করবে নীল? দর্শকদের মনে হাজারো প্রশ্ন থাকলেও উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥